বীরভূম: তৃণমূলের (Trinamool) প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ৬৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বোলপুরে (Bolpur) উৎসবের আবহ। সকাল থেকেই জেলার দলীয় কার্যালয়ে একে একে জড়ো হন তৃণমূলের (TMC) নেতাকর্মীরা। শুভেচ্ছা, অভিনন্দন আর ফুলের তোড়ায় ভরে ওঠে পার্টি অফিস চত্বর। জন্মদিন উপলক্ষে কেকও কাটেন অনুব্রত মণ্ডল।
রাজনীতিতে তাঁর উপস্থিতি ও দাপট নিয়ে বহু বিতর্ক থাকলেও অনুগামীদের কাছে এখনও ‘কেষ্ট দা’ একই উত্তাল ব্যক্তিত্ব। তাই জন্মদিনকে ঘিরে বীরভূমের শাসক শিবিরে স্পষ্ট আনন্দের আবহ। সকালে বেশ কয়েক জন তৃণমূল নেতা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন। তাঁদের বক্তব্য, ‘‘দাদা কেষ্ট মণ্ডলের মঙ্গল ও সুস্থতা কামনা করেই আজকের প্রার্থনা।’’
আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের কাজে ব্লক হাওড়া ডিভিশন, বাতিল একাধিক লোকাল ট্রেন
জন্মদিনে আসা শুভেচ্ছা বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুব্রত। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বহুমুখী রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের জন্মদিনে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস এবং আবেগ এ বছরে ফের নজর কাড়ল।
দেখুন আরও খবর:







