Tuesday, December 2, 2025
HomeScroll'আদালতে যেতে প্রস্তুত', নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের
Abhishek Banerjee

‘আদালতে যেতে প্রস্তুত’, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল প্রমাণ, দাবি অভিষেকের

কলকাতা: আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে, আদালতে যেতে প্রস্তুত, নির্বাচন কমিশনকে (Election Commission) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সরাসরি চ্যালেঞ্জ জানালেন। সম্প্রতি তাঁর তৈরি একটি ১০ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে তৃণমূলের তরফে মোট পাঁচটি প্রশ্ন করা হয়। কিন্তু কোনওটারই কমিশন ‘সদুত্তর দেয়নি’ বলেই দাবি অভিষেকের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, এই সংবিধান স্বীকৃত সংস্থাটি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের উত্থাপিত মৌলিক প্রশ্নগুলির জবাব দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

অভিষেক স্পষ্ট জানিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল প্রায় দু’ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু কমিশন “তাদেরকে করা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটির‌ও উত্তর দিতে পারেনি”। তিনি ঘোষণা করেন, “আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি , তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল প্রমাণ রয়েছে। কমিশন যদি সত্যিই বিশ্বাস করে যে তাদের কাছে প্রমাণ আছে এবং তারা সত্যিই উত্তর দিয়েছে, তবে তারা যেন তা প্রকাশ্যে আনে। তারা সেটা প্রকাশ্যে আনলেই আমরা আদালতে যাব।” নির্বাচন কমিশন আইন বিরুদ্ধ ও অনৈতিক কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি ভেবেচিন্তেই সব বলছি, হাওয়ায় কথা বলা আমার স্বভাব নয়।তিন দিন, তিন মাস এমনকি “তিন বছর সময়” দেওয়া হলেও কমিশন উত্তর দিতে পারবে না, কারণ “তাদের প্রতিটা কাজই বেআইনি।” সোমবার ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধনী মঞ্চ থেকে অভিষেক অভিযোগ করে বলেন, সংগঠনের দুর্বলতা, তাই রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন, ইডির পথে।

আরও পড়ুন: রাজ্যের ২২০৮টি বুথে কোনও মৃত ভোটারের নাম নেই! জানাল নির্বাচন কমিশন

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News