কলকাতা: দুর্নীতি অপশাসন-বাংলায় এসে ফের তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন। দুর্নীতি, অপশাসন, কুশাসন, অনুপ্রবেশকারীদের বদলে গরিবের সরকার, গরিবের উন্নয়নের সরকার হবে। তৃণমূলের (Trinamool Congress) ১৫ বছরের শাসনে কুশাসন হয়েছে। বিশেষ করে অনুপ্রবেশকারীদের জন্য বঙ্গবাসী আতঙ্কিত, চিন্তিত।বাংলায় আমরা নতুন সরকার দেবে। অনুপ্রবেশ শুধু আটকাবো না, অনুপ্রবেশকারীকে (Illegal Immigrant) দেশের বাইরে বার করবো। আমরা বাংলার মানুষকে প্রতিজ্ঞা করছি, মোদির নেতৃত্বে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে উন্নয়নের জোয়ার আসবে।
শাহ বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন।এমন মজবুত সরকার এখানে আনুন, যাঁরা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। এই রাজ্য সরকার অনুপ্রবেশের সরকার। সিএএ বিরোধ করছে রাজ্য সরকার। শাহ আরও বলেন, তিন সিট মেলা পার্টি, পাঁচ বছরে ৭৭ সিট পায়। কংগ্রেস ,বাম শূন্য হয়ে যায়। পশ্চিমবঙ্গ এ বার দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে আমাদের সরকার হবে। মমতাজি, এই সাংবাদিক বৈঠক থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, কোন সরকার আছে, যাঁরা বর্ডারে বেড়া দেএয়ার জন্য জমি দেয় না? আপনি জবাব না দিতে পারলে আমি দিচ্ছি। দেশের সুরক্ষা এই জন্য ক্ষ্যতি হচ্ছে।বাংলার পরিচয় এখন ভষ্টাচার রাজ্য। আমরা এর বদল করবো। ২৬ বাংলা ভারতী জনতা পার্টি সরকার হবে। রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ অভিযোগ আগেও বার বার তুলেছে বিজেপি। মঙ্গলবার শাহ বলেন, “এখন মলম লাগানোর চেষ্টা হচ্ছে দেখছি। কোনও মলম আর কাজ করবে না।”
আরও পড়ুন: শাহের সফরেও ব্রাত্য দিলীপ!
তৃণমূলকে কটাক্ষ করে শাহ বলেন, কত ঘোটালা আছে এই সরকারের।মন্ত্রীদের ঘড়ে ঘড়ে টাকা পাওয়া যাচছে টাকা গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। শিল্প ক্ষেত্রে বাংলা পুরোপুরি ধ্বংস। তা আপনার আমলে হয়েছে। বামেরা অর্ধেক শেষ করে গিয়েছিল। আপনি পুরোটা শেষ করে দিয়েছেন।”রাজ্যে বিজেপির অতীত
নির্বাচনের প্রসঙ্গ টেনে শাহ বলেন, “এ বার যে বাংলায় বিজেপির সরকার হবে, তা মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে বলছি। দিল্লি এবং বিহারের ভোটে গেরুয়া পতাকা উড়িছে। এবার ফোকাসে বাংলা। সেই লক্ষ্যে ২০২৬-এর ভোটের আগেই বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালে ভোটের বাদ্যি বেজে যাওয়া ৪ রাজ্যেই সফর করছেন অমিত শাহ। তিনি আসাম, পশ্চিমবঙ্গ, কেরলা এবং তামিলনাড়ুতে সফররত। আর ২ দিন অসমে কাটানোর পর তিনি সোমবার সন্ধ্যায় এসেছেন কলকাতায়। বর্তমানে তিনি বাংলায় দলের বাস্তবিক হাল বুঝতে চাইছেন। এই সফরে শাহ মূলত দলের সাংগঠনিক শক্তিটা বাড়ানোর বিষয়েই নানা টোটকা দেবেন। এই সময় তিনি রুদ্ধদ্বার বৈঠক থেকে শুরু করে ব়্যালি নিয়ে কথা বলতে পারেন।







