কলকাতা: কসবায় (Kasba) একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই বাড়ির ভিতরে। ঘটনার জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বাড়ির ভিতর থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, বাড়ির মধ্যেই কোনওভাবে বিস্ফোরক তৈরি বা মজুত করার কাজ চলছিল। যে ব্যক্তি ওই বিস্ফোরক বানাচ্ছিলেন, বিস্ফোরণের সময় তিনিই গুরুতরভাবে আহত হন। তাঁর শরীরে আগুনে পোড়া আঘাত রয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু
খবর পেয়ে কসবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তল্লাশি ও তদন্ত। বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে তা মজুত বা তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিমকে ডাকা হতে পারে বলেও সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।







