Tuesday, September 2, 2025
HomeScrollএসসিও সম্মেলন, ৩১ অগাস্ট মুখোমুখি মোদি-জিনপিং

এসসিও সম্মেলন, ৩১ অগাস্ট মুখোমুখি মোদি-জিনপিং

আমেরিকা শুল্ক চাপের মধ্যেই কাছাকাছি ভারত-চীন

ওয়েবডেস্ক- আগামী ৩১ অগাস্ট (31 August) চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। সাত বছর পর চীনে পা রাখবেন মোদি। ৩১ অগাস্ট তিয়ানজিনে (Tianjin)  সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) (SCO) (Shanghai Cooperation Organisation (SCO) Summit)  শীর্ষ সম্মেলনের বৈঠক। সেখানেই চীনের চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে ছিল, তা আবার একটু একটু করে ঘুর দাঁড়াচ্ছে। সাত বছরেরও বেশি সময় পর এটি হবে প্রধানমন্ত্রী মোদিন প্রথম চীন সফর, যখন তিনি ২০১৮ সালে উহানে একটি অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে জিন পিংয়ের মুখোমুখি হয়েছিলেন।

এই দেশের মধ্যে বৈঠক হচ্ছে আমেরিকা ও ভারতের মধ্যে শুল্ক যুদ্ধে মধ্যেই। রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। সেই সময় ভারত-চীনের কাছাকাছি আসা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন-  আজ থেকে লাগু ট্রাম্পের শাস্তি-শুল্ক, কী কী সমস্যায় পড়বে ভারত?

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দুই দেশের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর গুরুত্বপূর্ণ সংঘর্ষের স্থানগুলি থেকে পারস্পরিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী সেনা মোতায়েন এখনও রয়ে গেছে। তবে, উভয় সরকারই উত্তেজনা কমাতে কাজ করছে।

প্রসঙ্গত, এসসিও সম্মেলন বসছে তিয়ানজিনে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন।

 

দেখুন আরও খবর-

 

Read More

Latest News