বাঁকুড়া: ‘বাঁকুড়া (Bakura) জেলার বিভিন্ন জায়গায় ছদ্মবেশী বাংলাদেশীরা (Bangladeshi) ভোটার কার্ড (Voter Card) তৈরি করে আস্তানা গাড়ছে” প্রকাশ্য সভায় দাবি করে দলের কর্মীদের সতর্ক করলেন ওন্দার বিজেপি বিধায়ক (Bjp MLA) অমরনাথ শাখা (Amaranath Shakha)। অপরদিনে অমরনাথের এই বক্তব্যকে উস্কানিমূলক বলে পাল্টা দাবি তৃণমূলের (Tmc)।
রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পাশাপাশি এবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তেও অনুপ্রবেশকারী বাংলাদেশী প্রবেশের অভিযোগে সরব হতে দেখা গেল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে।
শনিবার সন্ধ্যে বেলায় বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা এলাকায় দলীয় একটি অনুষ্ঠানে হাজির হয়ে ওই বিধায়ক প্রকাশ্যেই দলের কর্মীদের সতর্ক করে বলেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ছদ্মবেশে প্রবেশ করে ভোটার কার্ড তৈরি করে আস্তানা তৈরি করছে। কোনও নাগরিককে সন্দেহ হলেই তাঁর নথি যাচাই করার পরামর্শও দেন ওই বিধায়ক।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে ৬ রাজ্যে ঘোষণা একাধিক প্রকল্পের
ওন্দার বিজেপি বিধায়কের এমন বক্তব্য সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি বিধায়কের ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের কটাক্ষ উস্কানিমূলক মন্তব্য করে ওই বিধায়ক খবরের শিরোনামে আসতে চাইছেন।
দেখুন অন্য খবর: