Wednesday, September 3, 2025
HomeScrollমুর্শিদাবাদে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে ‘ভুতুড়ে ভোটার’ অভিযান

মুর্শিদাবাদে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে ‘ভুতুড়ে ভোটার’ অভিযান

মুর্শিদাবাদ, জয়ন্ত রায়: মুর্শিদাবাদ (Murshibad) জেলার নবগ্রামের (Nabagram) শিবপুর (Shibpur) অঞ্চলের সরকার পাড়া এবং দক্ষিণপাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress)  পক্ষ থেকে চলল ‘ভুতুড়ে ভোটার‘অভিযান।

বুধবার জঙ্গিপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেনের (Youth President Kamal Hossain)  নেতৃত্বে শিবপুর অঞ্চলের সরকার পাড়া এবং দক্ষিণপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারদের আছে কিনা তা দেখা হয়। এপিক নাম্বার এক কিনা তা দেখতে ভোটার নিয়ে তালিকা মিলিয়ে দেখা হয়।

আরও পড়ুন: হাসপাতালে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত!

যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন ভোটারদেরকে হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে সন্মান জানানো হয়।

তৃণমূল কংগ্রেস দলটি নিয়ে নতুন ভোটারদের সামনে কিছু কথা তুলে ধরা হয়। সেইসঙ্গে রাস্তার ধারে বসে থাকা বয়স্ক মহিলাদের সাথেও কথা বলতে দেখা যায় যুব সভাপতি কামাল হোসেনকে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News