ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রিচার্ড চেম্বারলেইন(Richard Chamberlain)৷ এই অভিনেতা ডাক্তারের চরিত্রে অভিনয় শুরু করেছিলেন এবং পরবর্তীতে একজন মিনি-সিরিজের মায়েস্ট্রো হয়ে ওঠেন৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর।
প্রচারক হারলান বোল এক বিবৃতিতে বলেন, হাওয়াইতে স্ট্রোকের পর শারীরিক জটিলতায় রিচার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরস্কারপ্রাপ্ত “থর্ন বার্ডস” তারকা সোমবার ৯১ বছর বয়সে পা রাখতেন। ১৯৬০-এর দশকের ধারাবাহিক “ডক্টর কিল্ডারে”-এ একজন সুদর্শন তরুণ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে তার হৃদয়স্পর্শী মর্যাদা প্রতিষ্ঠা করেন হলিউড অভিনেতা রিচার্ড চেম্বারলেইন। ১৯৬৩ সালে, চেম্বারলেইন ডক্টর কিল্ডার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পুরুষ টিভি তারকার জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন।

১৯৭০ সালে তিনি চার্লটন হেস্টন এবং জেসন রোবার্ডসের সঙ্গে “জুলিয়াস সিজার” ছবিতে অক্টাভিয়াস সিজারের চরিত্রে অভিনয় করেন এবং ১৯৭৩ সালে “দ্য থ্রি মাস্কেটিয়ার্স” ছবিতে রাকেল ওয়েলচ এবং অলিভার রিডের সঙ্গে অভিনয় করেন। ১৯৭৪ সালে, তিনি অস্কারজয়ী “দ্য টাওয়ারিং ইনফার্নো” ছবিতে একটি ভূমিকা পালন করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ১৯৮০-এর দশকে চেম্বারলেইন “মিনি-সিরিজের রাজা” হিসেবেও পরিচিতি লাভ করেন। এবং তিনি কীভাবে এই উপাধি অর্জন করেছিলেন তা স্পষ্ট। তিনি ১৯৮০ সালে “শোগুন” এবং ১৯৮৩ সালে “দ্য থর্ন বার্ডস” নামে দুটি জনপ্রিয় মিনি সিরিজে অভিনয় করেছিলেন। প্রতিটিতেই তিনি গোল্ডেন গ্লোব অর্জন করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি “দ্য থর্ন বার্ডস: দ্য মিসিং ইয়ার্স” টিভি সিনেমায় ফাদার রাল্ফ ডি ব্রিকাসার্টের “থর্ন বার্ডস” ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন।