Friday, August 29, 2025
Homeবিনোদনকার জন্য আবেগঘন পোস্ট ঐশ্বর্যর!

কার জন্য আবেগঘন পোস্ট ঐশ্বর্যর!

ওয়েব ডেস্ক: মঙ্গলবার ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই(Aishriya Rai) বেশ কয়েকটি ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্ট করেছেন। লিখেছেন, ‘তোমাকে সবসময় ভালবাসি প্রিয় ড্যাডি-আজ্জা। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য এবং আশীর্বাদ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।’
একটি ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্যর বাবার মালা পরা একটি ফ্রেমছবি তার পরের ছবিতে দেখা গেছে ঐশ্বর্য- অভিষেক কন্যা আরাধ্যা(Aaradhya) তার দাদুর ছবিতে মাথা নিচু করে প্রণাম করছে। পরের একটি ছবিতে ঐশ্বর্যকে মাথা নিচু করে প্রণাম করতে দেখা যাচ্ছে। মা-মেয়ে দুজনকেই সাদা পোশাকে দেখা গিয়েছিল।
আসলে ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ রায়ের(Krishnaraj Rai) অষ্টম মৃত্যুবার্ষিকীতে(Death Anniversary) তাঁকে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন:‘উৎসব’ এর ২৫ বছর পর আবার বড়পর্দায় রাতুল শংকর,সঙ্গে ইশা

প্রসঙ্গত, অনেকদিন অসুস্থ থাকার পর ২০১৭ সালে মুম্বাই শহরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ। প্রতিবছর বাবার জন্মদিন ও মৃত্যু দিনে শ্রদ্ধা জানাতে বলেন না ঐশ্বর্য। বাবার যথেষ্ট স্নেহের পাত্রী ছিলেন তিনি।

..

Read More

Latest News