Saturday, August 23, 2025
HomeScrollমহাকুম্ভে ভক্তিতে মজে অপরাজিতা

মহাকুম্ভে ভক্তিতে মজে অপরাজিতা

কলকাতা: দিনকয়েক পড়ে শেষ হবে পুণ্যযোগ। শেষ হবে কুম্ভমেলা। ১৪৪ বছর পর এই মহাযোগ শেষ হয়ে যাবে শিবরাত্রির দিন। তাই সাধারণ মানুষের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত সব ব্যক্তিরা ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন। যোগ দিয়েছিলেন পুণ্যযোগে। এবার মহাকুম্ভে পৌঁছলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)


মহাকুম্ভ থেকে ছবি পোস্ট করে অপরাজিতা লিখছেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না।’ বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মহাকুম্ভ মেলা থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অভিনেত্রী। ভিডিওতে তাঁকে ‘হর হর মহাদেব’ ধ্বনি সঙ্গে তাঁকে নাচ করতেও দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও রীল পোস্ট করে মেলায় ঘুরতে দেখা যায়।

আরও পড়ুন: রক্তবীজ ২’-এর কাস্টিংয়ে চমক!

অপরাজিতা লেখেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না জীবন সম্পূর্ণ হয় না। এই যে মহা কুম্ভে আশা এখানে ঈশান জির শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবার। কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।’ পাশাপাশি রিল পোস্ট করে নায়িকা লেখেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে…’। যদিও স্নানের ছবি এখনও প্রকাশ্যে আসেনি।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

দেখুন আরও খবর:

aparajita adhya’s visit to maha kumbh 2025 kolkatatv online entertainment news
Aparajita Adhya, Maha Kumbh 2025, অপরাজিতা আঢ্য, মহাকুম্ভ ২০২৫

Read More

Latest News