ওয়েব ডেস্ক: বিক্রমাদিত্য মোতওয়ানি এবং সত্তাংশু সিং এর নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যক ওয়ারেন্ট’এখন দর্শকদের নজরে। তিহার জেলের এএসপি সুনীল কুমার গুপ্তের ভূমিকায় জাহান কাপুরের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নবনিযুক্ত কারাগারের সহকারি সুপারিনটেনডেন্ট হিসেবে তিনি বলেছেন যে তাকে গুরুত্বপূর্ণ ট্রেনটি দায়িত্ব পালন করতে হবে। একটি রক্ষণাবেক্ষণ,তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ।
দর্শকরা অনেকেই জানতে ইচ্ছুক যে কে এই জাহান কাপুর! কাপড় পরিবারের সঙ্গে তার সম্পর্ক কি! বলিউডের অন্যতম নামিদামি প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি জাহান। অর্থাৎ রনবীর কাপুর এবং করিনা কাপুরের তুত ভাই।
দর্শকরা কাপুর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যতই আপ্লুত হোক না কেন জাহান অবশ্য আক্ষেপের সুরেই বলেছেন,’তিনি কাপুর পরিবারে সদস্য বটেই তবে রণবীর কাপুর বা কারিনা কাপুরের মত স্টারডাম তিনি পাননি। আমার বাবা একজন মেকার। যখন তিনি কাজ শুরু করেছিলেন আর্থিক দিক থেকে আমরা খুব একটা সচ্ছল অবস্থায় ছিলাম না। বাবা শশী কাপুরের ছেলে বলে তিনি কোন আলাদা সুবিধা এবং নেননি। তিনি টিকে থাকার ক্ষেত্রে নিজের লড়াই নিজেই করেছেন।’
আরও পড়ুন: বিয়ে সারলেন ‘ সোনার ছেলে ‘ নীরজ চোপড়া
প্রসঙ্গত,নেটফ্লিক্স ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি রোমাঞ্চকর টিজার শেয়ার করেছিল, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছে। “ভারত কি সবসে খফনাক জেল মে এক নায়া জেলর আয়া হ্যায়। কিছু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ দেখুন, ১০ জানুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে। #BlackWarrantOnNetflix।”
দেখুন অন্য খবর