Thursday, August 21, 2025
HomeScrollএবার কন্ডোম পার্টনার রণবীর-জাহ্নবী!

এবার কন্ডোম পার্টনার রণবীর-জাহ্নবী!

ওয়েব ডেস্ক: শোনা যাচ্ছে আলিয়া ভাট (Alia Bhatt) নয় কন্ডোমের বিজ্ঞাপনে রণবীরর (Ranbir Kapoor) সঙ্গে দেখা যাবে নাকি জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)। একটি একটি নামজাদা কনডোম কোম্পানির সঙ্গে এই দুই বলিস্টারের ইতিমধ্যেই প্রাথমিক কথা হয়ে গেছে। এই দুজনের কাছ থেকে সবুজ সংকেত আসলেই শুরু হবে বিশেষ ব্রান্ডের কনডোমের বিজ্ঞাপনের শুটিং। দুজনকে ঘনিষ্ঠভাবে পর্দায় দেখা যাবে।

সকলেই জানে বিজ্ঞাপন থেকে বালি তারকারা কোটি কোটি টাকা রোজগার করেন। কাজেই মুখ বাছাই এর ক্ষেত্রেও বেশ কিছু জিনিস মাথায় রাখেন কোম্পানির কর্তারা। প্রসঙ্গত, ২০১৩ সালে বলিউডের হার্টথ্রব নায়ক কার্তিক আরিয়ানকে এই বিশেষ কোম্পানির কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়া হয়েছিল। এরপরই রনবীর- জাহ্নবীকে এই প্রোডাক্টের নতুন জুটি হিসেবে নির্বাচন করার কথা তাদের মাথায় আসে। কার্তিকের পর এই কনডোম কোম্পানির রণবীরকেই পছন্দ।

আরও পড়ুন: কালো পোশাকে স্বস্তিকার হটনেসে কুপোকাত নেটাগরিকরা

একসময় বলিউডের হার্টথব রোমিও হিসেবে নজর কেড়েছিলেন রনবীর কাপুর। সোনম কাপুর থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ,নার্গিস ফকরির মতন বলিউড হিরোইনরা তার প্রেমের ফাঁদে পড়েছিলেন। তারপর অবশ্য রনবীর আলিয়া ভাটকেই জীবনসঙ্গী করে নিয়েছেন। অন্যদিকে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর নানান কারণে খবরের শিরোনামে উঠে আসেন। কখনো তাকে নিয়ে প্রেমের গুঞ্জন রটে অথবা সাহসী ফটোশুটে তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় আলোচিত হন। এভাবেই তার অনুরাগের সংখ্যা এখন প্রায় আকাশছোঁয়া। যুবকদের কাছে তিনি যথেষ্ট হার্টথ্রব। তার শরীরে ভাষা পুরুষদের সব সময় আকর্ষণ করে তাই জান নবীকেই রানবিরের সঙ্গে এই কনডোম কোম্পানির পছন্দ।

অন্য খবর দেখুন

Read More

Latest News