ওয়েব ডেস্ক: নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য সবসময়ই খবরের শিরোনামে থাকেন রিল জগতের পু। আর এবার লাল শাড়িতে অপরুপা বেশে ধরা দিলেন তিনি। ওয়েস্টার্ন লুকেও যেমন নিজেকে সুন্দর ভাবে ক্যারি করেন তিনি, ঠিক তেমন ভাবে ট্র্যাডিশনাল লুকেও নিজেকে সুন্দর ভাবে তুলে ধরেন তিনি। দেখুন তাঁর সেই মোহময়ী লুক….
View this post on Instagram
আরও পড়ুন: ফুচকা খেতে গিয়ে গুনতি ভুললেন শ্রদ্ধা!
মাঝে মধ্যেই নিজের বিভিন্ন লুকের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন করিনা কাপুর। নিজের অপরূপ স্টাইল স্টেটমেন্টের জন্য হামেশাই থাকেন খবরের শিরোনামে। আর এবার ধরা দিলেন একেবারে লাল পরী হয়ে। লাল সোনালী কাজের শাড়ি, সঙ্গে ম্যাচিং হাত কাটা ব্লাউজ, এবং সবুজ জুয়েলারী সেট। ঠোঁটে নুড কালারের লিপস্টিক, সঙ্গে হালকা মেকআপ। সিঁথিতে জল জল করছে সিদুর, কপালে ছোট্ট লাল টিপ। সব মিলিয়ে রিলের পু কে লাগছে ঘরের মেয়ে।
দেখুন অন্য খবর