কলকাতা: এই শীতে কলকাতাবাসি প্রতিবছরের মত মেতে উঠেছে বইমেলার (Kolkata Bookfair) জন্য। সেজে উঠেছে বইমেলা। জনপ্রিয় গায়ক অনুপম রায় (Anupam Roy) এবারও বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন। প্রতিবারের মতো এবারেও অনুপমের বই প্রকাশ পেতে চলেছে কলকাতা বইমেলায়।আগামীকাল অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি প্রকাশিত হবে তার নতুন বই ‘নীলা নীলাব্জ’। অনুপম উপস্থিত থাকবেন তার শ্রোতা এবং পাঠকদের মধ্যে। এটি অনুপমের পুরনো লেখার সংকলন। নিজের অ্যালবাম এবং ছবির গানের ব্যস্ততায় সময় কেটেছে অনুপমের,তাই পুরনো লেখাগুলোই বই আকারে প্রকাশ পেতে চলেছে।
আরও পড়ুন: বিশেষ ছবিতে নজর কাড়লেন শুভশ্রী
তবে পাঠকদের আশ্বস্ত করে অনুপম বলেছেন, পরের বইমেলায় তার নতুন লেখারা আসছে। অনুপমের বইতে লেখা রয়েছে, “নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে,নীলাব্জ বলছে ঈশ্বরই নেই। নীলা বলছে আজ বৃষ্টি নামবে, নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে।” অনুপম বলছে কে ভুল কে ঠিক জানতে হলে বইমেলায় দেখা হবে। আমি থাকবো বই সমেত সই সমেত।
অন্য খবর দেখুন