কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সৌন্দর্য দেখে চোখে ধাঁধা লাগে তাঁর অনুরাগীদের। যে কোনও আউটফিটেই শুভশ্রীর সৌন্দর্য হয় দেখার মতো। তাঁর ইনস্টা পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে অভিনেত্রীর বিশেষ পোস্ট। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই এসেছে দুই সন্তান৷ বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে সুখের সংসার নায়িকার৷ সংসার, সন্তান আর কেরিয়ার এই সব কিছু প্রচণ্ড রকম দক্ষতার সঙ্গে সামলে চলেন তিনি।
আরও পড়ুন: মহাকুম্ভে আস্থার ডুব মিলিন্দ সোমানের
ফ্যাশনেও নজরকাড়া অভিনেত্রী। কখনও শাড়িতে সবাইকে তাক লাগিয়ে দেন। তো কখনও বোল্ড পশ্চিমী পোশাকে শুভশ্রীকে এতটাই কিলার দেখায় দেখায় যে, সবাই প্রশংসা করতে বাধ্য হন। দিনে দিনে লাস্যময়ী হয়ে উঠছেন শুভশ্রী। তাঁর প্রতিটি লুকই যেন আগুন ঝরানো। সম্প্রতি গাঢ় লাল রঙের ডিপকাট ড্রেসে একটি ফটোশ্যুচ করেছেন শুভশ্রী। আর সেই শ্যুট দেখে কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। রেড হট কিলার লুকে বোল্ড আউট সকলেই। লাল রঙের এই ড্রেস খুবই সুন্দর। ড্রেসের সামনের দিকে ডিপকাট। এই ড্রেসের সঙ্গে বিশেষ কোনও মেকআপ কিংবা গয়না পরেননি তিনি। চলে লাগানো লাল বো। ড্রেস থেকে মেকআপ সবকিছু মিলিয়ে বেশ স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
অন্য খবর দেখুন