Tuesday, August 26, 2025
HomeScrollসামনে এল ' মেট্রো ইন ডিনো ' মুক্তির তারিখ

সামনে এল ‘ মেট্রো ইন ডিনো ‘ মুক্তির তারিখ

ওয়েব ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান।  সামনে এল ‘ লাইফ ইন আ মেট্রো ‘ সিনেমার সিক্যুয়েল ‘ মেট্রো ইন ডিনো ‘ মুক্তির তারিখ। অনুরাগ বসুর পরিচালিত এই ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আদিত্য রায় কাপুর এবং সারা আলি খানকে। কবে মুক্তি পেতে চলেছে এই ছবি ? জেনে নিন বিস্তারিত…

 

View this post on Instagram

 

A post shared by tseriesfilms (@tseriesfilms)

আরও পড়ুন: পাহাড়ের কোলে প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক মধুমিতা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ৮ থেকে ৮০ সকলের প্রিয় ছবি লাইফ ইন আ মেট্রো ‘ সিনেমার সিক্যুয়েল ‘ মেট্রো ইন ডিনো ‘ সিনেমার মুক্তির তারিখ এল প্রকাশ্যে। পরিচালক অনুরাগ বসু জানালেন ২০২৫ সালের ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান ছাড়াও দেখা মিলবে অনুপম খের, কঙ্গনা সেন, নীনা গুপ্তা, আলী ফজল, ফতিমা শেখ এবং পঙ্কজ কৌরকে। ছবিটির অফিসিয়াল পোস্টার শেয়ার করা হয়েছে টি সিরিজের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। পোস্টে লেখা ‘ যখন প্রেম, ভাগ্য এবং নগর জীবনের সংঘর্ষ হয় তখন জাদু ঘটতেই থাকে। মেট্রো ইন ডিনো আসতে চলেছে আপনার প্রিয় শহরগুলি জিতয়ের গল্প নিয়ে। ৪ জুলাই আপনার কাছের সিনেমা হলে উপভোগ করতে পারবেন এই সিনেমা ‘।

দেখুন অন্য খবর

Read More

Latest News