Monday, September 1, 2025
HomeScrollফিনল্যান্ডে সবুজ সুইম শ্যুটে হট স্প্রিংয়ে মিমি

ফিনল্যান্ডে সবুজ সুইম শ্যুটে হট স্প্রিংয়ে মিমি

কলকাতা: ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাই তো সারা বছরের ব্যস্ততাকে সরিয়ে রেখে সময় সুযোগ বুঝেই পাড়ি দেন পাহাড়ে। এবারে মিমি গন্তব্য ফিনল্যান্ড (Mimi Chakraborty Vacation Finland)। আর সেখান থেকে একগুচ্ছ ছবি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে গিয়ে সুইম শ্যুটে হট স্প্রিংয়ের দেখা গেল অভিনেত্রীকে। কী রকম অভিজ্ঞতা হল তাও শেয়ার করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: দর্শকদের জন্য রয়েছে চমক, আসছে ‘চোর পুলিশ ডাকাত বাবু’

গত মাসেই ৩৬-এ পা দিয়েছেন মিমি চক্রবর্তী। জন্মদিনে বন্ধুদের থেকে একের পর এক সারপ্রাইজ পেয়ে বেজায় খুশি মিমি। নায়িকার দ্বিতীয় ওয়েব সিরিজ ডাইনি খুব শীঘ্রই আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। সময় সুযোগ বুঝেই পাহাড়ে চলে যান অভিনেত্রী। কিছুদিন আগেই গোয়াতে গিয়েছিলেন মিমি। এবার ফিনল্যান্ডে চুটিয়ে মজা করছেন তিনি। ল্যাপল্যান্ডে গিয়ে স্মোমোবাইল সাফারি করেছেন অভিনেত্রী। সেখানে গিয়ে নর্দান লাইটস বা অরোরা বোরেলিয়াস বা মেরুজ্যোতি দেখার। মহাজাগতিক এই দৃশ্য দেখার ইচ্ছে ছিল তাঁর বহুদিনের। বরফের চাদরে ঢাকা উত্তর মেরুর নানা লেন্সবন্দি মুহূর্ত তিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে। সারি দিয়ে দাঁড়িয়ে সবুজ পাহাড়ি গাছ, পিছনে বরফ ঢাকা পাহাড়। চারিদিকে বরফের সাদা চাদা চাদর। ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। আর তাঁর মধ্যে সাদা সোয়েটার, সাদা টুপি পরে ছুটি উপভোগ করছেন মিমি চক্রবর্তী। বরফের মধ্যে কখনও হাঁটতে তো কখনও শুয়ে পোজ দিতে দেখা গেল নায়িকাকে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News