Monday, August 25, 2025
HomeScrollমনামীর বার্বি লুক, জল ভর্তি কাচের অ্যাকোরিয়াম হ্যান্ডব্যাগে মাছ

মনামীর বার্বি লুক, জল ভর্তি কাচের অ্যাকোরিয়াম হ্যান্ডব্যাগে মাছ

কলকাতা: কলকাতার বিলাসবহুল হোটেলে জমে উঠেছিল জয় ফিল্মফেয়ার ( Filmfare) অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস-এর জলসা। অনুষ্ঠানে স্টারদের রূপের আগুনে যেন চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। মিমি-শুভশ্রী, নুসরত থেকে মনামী দেবলিনার ফ্যাশন ছিল চর্চা কেন্দ্রবিন্দু। ফিল্মফেয়ারের রেড কার্পেটে মনামী ঘোষের (Monami Ghosh) তাঁর ফ্যাশন স্টেটমেন্টে চমক! নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের মন জয় করে নিলেন মনামী (Monami Ghoshs Filmfare Fashion)।

আরও পড়ুন: তৃণা রূপের আগুনে ঘাম ঝরাচ্ছে নেটপাড়া

নকশিকাঁথার গাউন, কখনও শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, সাজপোশাকে সবসময়ের অভিনবত্ব ফুটিয়ে তুলে তাক লাগাতে মনামী ঘোষের (Monami Ghosh) । মনামী বরাবরই ফ্যাশন সচেতন। গত ফিল্মফেয়ারের রেড কার্পেটে বাংলার কারুশিল্পকে তুলে ধরেছিলেন অভিনেত্রী। এবার ফিল্মফেয়ারের একটু অন্য পথে হেঁটেছেন মনামী। অভিনেত্রীর সেই স্টাইল সকলের থেকে তাঁকে আলাদ করে লাইমলাইট দিয়েছে। সাদা রঙের বার্বি ফ্রকে ৪০-এর মনামী যেন বছর ২০-এর কিশোরী। মনামী ঘোষের পরনে পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের জামা। কোনও গয়না নয়, বরং হালকা মেকআপ, লিপস্টিকেই মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি। অনুষ্ঠানে নজর কেড়েছেন টলি ক্যুইন মনামীর বার্বি লুক যেমন নজর কেড়েছে তেমনই চর্চায় তাঁর হ্যান্ডব্যাগ। জল ভর্তি একটি হ্যান্ডব্যাগ যার মধ্যে রয়েছে একটি মাছ। অভিনেত্রীর হ্যান্ডব্যাগ বাংলা বিনোদুনিয়ার কোনও তারকাকেই ব্যবহার করতে দেখা যায়নি। তার ব্যাগ শুধু স্পটলাইটই কেড়েছে তা নয়, বরং প্রশংসাও কুড়োলেন ‘ফ্যাশনিস্তা’ নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

অন্য খবর দেখুন

Read More

Latest News