Friday, August 22, 2025
HomeScrollসাদা খোলামেলা পোশাকে নোরা

সাদা খোলামেলা পোশাকে নোরা

কলকাতা: কখনও নাচ মেরি রানি গানে তো কখনও গরমি, নোরা ফতেহি সবসময়ই সুপার ডুপার হিট। নোরার বোল্ড অ্যাপিয়ারেন্সে দর্শক থেকে অনুরাগীরা সকলেই মেতে থাকেন। এবার সাদা খোলামেলা পোশাকে নেট কাঁপালেন অভিনেত্রী। নোরা ফতেহি (Nora Fatehi) সুপার বোল্ড সেক্সি নাচে দর্শকের বুকে ঝড় তুলেছেন। তাঁর কিলার অ্যাপিয়ারেন্সের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নিছের ড্রেস নিয়ে সব সময় পরীক্ষা-নিরীক্ষা করেন নোরা। এবার সাদা বোল্ড খোলামেলা পোশাকে মুম্বইয়ে দেখা গেল নোরাকে।

আরও পড়ুন: বর্ষসেরা জিৎ-দেব-শুভশ্রী, টলিউড ফিল্মফেয়ার কারা কারা পেলেন?

সাদা রঙের ডিপ প্লাঙ্গ নেক ড্রেসে চমক দেখিয়েছেন তিনি। থাই স্লিট ডিটেলিং জাস্ট অসাধারণ। কাট আউট ড্রেস, সেই মোহময়ী চাহনি। উপছে পড়ছে যৌবন। পোশাক থেকে ঠিকরে বেরিয়ে আসছে বক্ষ বিভাযিকা। নোরার বডি কার্ভস এই ড্রেসে আরও বেশি ফ্লন্ট হচ্ছে। এই ড্রেসের সঙ্গে টিম আপ করেছেন সাদা জুতো। সাদা পোশাকে আরও বেশি লাস্যময়ী লাগছে। অভিনেত্রী টোনড ফিগারের সঙ্গে আঁটোসাটো পোশাক, শরীরী হিল্লোল দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। এই পোশাকে তিনি নানা পোজ দিয়ে একাধিক ছবি তুলেছেন৷ আর সেই দৃশ্য দেখে মুম্বইয়ের রাজপথ যেন থমকে পড়েছে৷

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

অন্য খবর দেখুন

Read More

Latest News