Saturday, October 11, 2025
HomeScrollরাহা রনবীরের মিষ্টি মুহূর্ত

রাহা রনবীরের মিষ্টি মুহূর্ত

ওয়েব ডেস্ক: রনবীরের সঙ্গে রাহার মিষ্টি সম্পর্ক বারবার সামনে আসে সোশ্যাল মিডিয়াতে। রাহা বাবার সঙ্গে যে বেশি সময় কাটাতে ভালবাসে তার প্রমাণ বারবার মেলে। আর এবারও সামনে এল রাহা রনবীরের মিষ্টি মুহূর্তের ভিডিও। দেখুন সেই ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাবে না কঙ্গনার ‘এমার্জেন্সি’, কোন কারণে?

মিষ্টি-মধুর সম্পর্ক রাহা রানবিরের। রাহা যে বাবা ন্যাওটা তা সবসময় প্রকাশ্যে এসেছে। আলিয়ার প্রেগনেন্সির খবর যখন প্রকাশ্যে আসে তখন রানবিরও বিভিন্ন ইন্টারভিউতে প্রকাশ্যে বলেছে সে একটি পুতুলের মত মেয়ে চায়। তারপর থেকেই রাহা রনবিরের বিভিন্ন খুনসুটির মুহূর্ত সামনে আসে সোশ্যাল মিডিয়াতে। কখনও কোলে চেপে আদর খাচ্ছে রাহা, তো কখনও আবার বাবার সঙ্গে হাত ধরে ঘুরতে যাচ্ছে। আর এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে বাবা মেয়েতে খেলা করছে। মেয়ের পিছু পিছু রনবিরও তাকে পাহারা দিচ্ছে যাতে কোনভাবে পড়ে না যায় সে। ইতিমধ্যেই রাহা রনবিরের এই মিষ্টি ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News