কলকাতা: রাইমা সেনের (Raima Sen) তাক লাগানো ছবি বহু পুরুষ হৃদয় ঘায়েল করছে। রাইমার সৌন্দর্যে বিভোর হয়ে থাকেন তাঁর অনুরাগীরা। তাঁর চোখের চাহনি, গ্ল্যামার মেদহীন শরীর দেখে মন হারিয়ে ফেলেছে কত পুরুষ। ১০ বছর আগেও যা ছিলেন এখনও একই রকম স্লিম। নানা শেডের স্যোশাল মিডিয়া ধরা দিয়েছেন রাইমা। তাঁর চাহনির মধ্যেই রয়েছে একটা অভিজাত্য। অভিনেত্রীর ইনস্টা পোস্টে আবেদনময়ী লুক আগুন ধরিয়েছে।
View this post on Instagram
৪৫-এও অভিনেত্রী বলে বলে টেক্কা দিতে পারেন সুন্দরী তরুণীদের। রাইমা সেনের অভিনয়ের প্রশংসাও যেমন হয়, একইভাবে তাঁর ফ্যাশন সেন্স নিয়েও যথেষ্ট আলোচনা হয় টলিপাড়ায়। যে কোনও পোশাকেই রাইমা সাবলীল। ঢাকাই শাড়ি থেকে বডিকিনিতেও রাই সুন্দরীকে দেখে চোখ ধাঁধিয়ে যায়। যে কোনও পোশাকই নজরকাড়া। ইদানিং বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁকে কমই দেখা যাচ্ছে একটু। তাঁর ছবি দেখে বয়স বোঝা বেশ কঠিন।
বি-টাউনেও নামডাক আছে তাঁর। শাড়িতে অপরূপা, আবার বোল্ড ড্রেসেও তাঁর সৌন্দর্য দেখে তাক লেগে যায়।
আরও পড়ুন: নায়িকার সঙ্গে প্রেম গোবিন্দার, ডিভোর্সের পথে ‘হিরো নম্বর ওয়ান’?
View this post on Instagram
ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে পুরুষ মনে ঝড় তুলেছেন। অভিনেত্রী হালকা মেকআপে আবেদনময়ী সাজে ধরা দিয়েছেন। অভিনেত্রী ব্রালেটের উপরে একটি বেজ রঙের স্পিল্ট ওয়ান পিস ড্রেসে ধরা দিয়েছেন। ডিপকাট ড্রেসের ফাঁক দিয়ে উকিঁ দিচ্ছে বক্ষ বিভাজিকা। তাঁর চোখের দৃষ্টিতে ঘায়েল পুরুষরা। অন্য একটি ছবিতে লাল সিফন শাড়ির সঙ্গে হল্টারনেক ব্লাউজে পোজ দেন রাইমা। অভিনেত্রীর সৌন্দর্যের সামনে ফিকে হয়ে আসে বাকিদের জেল্লা। রাইমার এই লুকটি সুপার বোল্ড।
View this post on Instagram
অন্য খবর দেখুন