Saturday, August 23, 2025
HomeScrollঠোঁটে-ঠোঁট ব্যারিকেট, ভালোবাসার মরশুম রাজ-শুভশ্রীর

ঠোঁটে-ঠোঁট ব্যারিকেট, ভালোবাসার মরশুম রাজ-শুভশ্রীর

কলকাতা: চুমু নতুন বইয়ের মতো, বারবার গন্ধ পেতে ইচ্ছে করে। কিছু চুমু পুরনো অ্যালবামের মতো, শুধু স্মৃতি রয়ে যায়। হ্যাঁ রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ঠোঁট ঠাসা চুমু দেখে এমনটাই মনে হচ্ছে। তাদের এই ছবি দেখে নেটাগরিকরা বলছেন ভালোবাসার মরশুম। সদ্য মার্কিন মুলুক থেকে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবার তারই ছাপ রাখলেন সোশ্যাল মিডিয়াতে।

লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। যেখানে দেখানো হয় ‘বাবলি’ ও ‘সন্তান’ ছবি দুটি। আর তারপর সেখান থেকেই ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন রাজ শুভশ্রী। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল স্টুডিয়ো পার্ক ঘোরর একগুচ্ছ ছবি দিলেন অভিনেত্রী। যাতে আবার বিশেষ করে নজর কাড়ল, রাজ-শুভশ্রীর চুম্বন। যদিও সেইসময় ইউভানের মন ছিল না। বরং, কতক্ষণে মজার মজার রাইড, সুন্দর সুন্দর সব স্ট্যাচুর সামনে গিয়ে সে দাঁড়াবে, ছিল তারই অপেক্ষা। ইউভান ঠিক কতটা মজা করেছে, তা ছবিগুলো থেকেই স্পষ্ট

আরও পড়ুন: আমার ক্যামেরার সামনে তাঁকে যেমন দেখেছি…

অন্য খবর দেখুন

Read More

Latest News