কলকাতা: ফেলুদা-ব্যোমকেশের ভিড় ঠেলে বাংলা ছবির পর্দায় এবার আসতে চলেছে শার্লক হোমস(Sherlock Holmes)। যার একেবারে বাঙালি রূপ সরলাক্ষ হোমস(Saralakkha Holmes)। এই চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু(Rishav Basu)কে। নতুন এই গোয়েন্দা রহস্য-থ্রিলার(Mistery Thriller) ‘সরলক্ষ হোমস’ মুক্তি পেতে চলেছে ২৯ আগস্ট। অর্থাৎ আগামীকাল।
আরও পড়ুন:রঘু ডাকাত লুকে ঝড় তুললেন দেব
লন্ডনের চমকপ্রদ লোকেশনে টানটান রহস্য ও উত্তেজনাপূর্ণ অ্যাকশনে ভরা বাঙালিআনার মোড়কে দেখা যাবে নতুন ধাঁচের এই গোয়েন্দা কাহিনী। বিশ্বখ্যাত স্কটল্যান্ডের এই গোয়েন্দা চরিত্রে শার্লক হোমস এর বাঙালি সংস্করণ পর্দায় ফুটিয়ে তুলতে কেমন অনুভূতি হচ্ছে অভিনেতা ঋষভের! ছবির পরিচালক সায়ন্তন ঘোষালে(Sayantan Ghosal)র কাছে অভিনেতা জানতে চেয়েছিলেন কেন তাকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে! পরিচালক নাকি তাকে জানিয়েছিলেন তার ধারালো চেহারার জন্যই এই চরিত্রে তাকে ভাবা হয়েছে। যদিও ঋষভ সব সময় রোমান্টিক হিরোর চরিত্রে কাজ করেছে। কাজেই অভিনেতার কাছে সরলক্ষ হোমস একেবারেই নতুন চ্যালেঞ্জ।
বাংলার গোয়েন্দারা খুবই সিরিয়াস। বাংলা দর্শকরা তাদের দেখতে দেখতে একটা একঘেয়েমি এসেছে। শার্লক হোমস মোটেই তেমন নয়। কাজেই সেজি থেকে দেখতে গেলে সরল লক্ষ্য কম ভিন্ন স্বাদ জোগাতে পারে।
ঋষভ বসু এই ছবির সঙ্গে যুক্ত হবার অনেক আগেই শার্লক হোমস নিয়ে গবেষণা পত্র লিখেছিলেন। ঋষভ বলেছেন সরলক্ষ আমার জন্য শুধুই একটা চরিত্র নয় শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। রোমাঞ্চকর এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা আমার কাছে একটা চ্যালেঞ্জ।