Wednesday, September 3, 2025
Homeবিনোদনভাঙা হাতেই রানির সঙ্গে রোমান্স! 'নস্টালজিয়া' উসকে দিয়ে কি বললেন বলিউড বাদশা!

ভাঙা হাতেই রানির সঙ্গে রোমান্স! ‘নস্টালজিয়া’ উসকে দিয়ে কি বললেন বলিউড বাদশা!

ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম সুপার হিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়'(Kuch Kuch Hota Hai) থেকে বলিউড বাদশা শাহরুখ খান(Bollywood Badsha Sharukh Khan)-রানি মুখোপাধ্যায়(Rani Mukhopadhya)জুটির পথচলা শুরু হয়েছিল। তারপর ‘চলতে চলতে'(Chalte Chalte), ‘বীর-জারা'(Veer Zara), ‘কভি আলবিদা না কহেনা'(Kavi Albida Na Kahena)র মত জনপ্রিয় ছবিতে রোমান্টিক জুটি(Romantic pair) হিসেবে তাদের দেখা গেছে। সেই রানিকে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং'(King) এ সুহানা খানে(Suhana Khan)র মায়ের চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন:কোথায় পুজো দিলেন সারা?


প্রায় দু-দশক পরে বলিউডের এই জনপ্রিয় জুটি আবার এক ফ্রেমে ধরা দিলেন। ভাঙ্গা হাত নিয়েই রানির সঙ্গে গানের তালে তালে রোমান্টিক নাচ নেচে সকলকে নস্টালজিক করে তুললেন। ফালাকাটা সেই নাচের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জাতীয় পুরস্কার(National Award)… আমাদের দুজনে অপূর্ণ ইচ্ছে পূর্ণ হল, শুভেচ্ছা রানি তুমি আদতেই রানি আজীবনের জন্য ভালোবাসা রইলো।’ প্রসঙ্গত, ‘জওয়ান’-এ অভিনয়ের সুবাদে এই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেলেন শাহরুখ খান। ৭১তম জাতীয় পুরস্কারজয়ীর তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়েরও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’(Mrs. Chatterjee vs Norway) ছবির জন্য পুরস্কৃত হচ্ছেন অভিনেত্রী।
পুত্র আরিয়ান খানে(Aryan Khan)র ডেবিও সিরিজ(Debut series) ‘ব্যাডস অফ বলিউড'(Bads of Bollywood) এর প্রচারে দেখা দেখা গেল শাহরুখের সঙ্গে রানিকে। সেখানেই আরিয়ান পরিচালিত সিরিজের সদ্য মুক্তিপ্রাপ্ত গানের সঙ্গেএই রোমান্টিক জুটির ‘নস্টালজিক’ পারফরমেন্স।

 

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Read More

Latest News