Monday, September 1, 2025
HomeScrollসনম তেরি কসম ২ তে মুখ্য ভূমিকায় শ্রদ্ধা

সনম তেরি কসম ২ তে মুখ্য ভূমিকায় শ্রদ্ধা

ওয়েব ডেস্ক: ২০১৬-র, ৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পায় মাওরা হোকেন এবং হর্ষবর্ধন রানে অভিনীত সানম তেরি কসম। তবে সেই বার সুপার ফ্লপ হয় ওই ছবি। তবে সিনেমা রিলিজের ১০ বছর পর আবারও রি-রিলিজ হয় এই ছবি, ভ্যালেন্টানস ডে উপলক্ষে। আর রি রিলিজে সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলে এই ছবি। কত টাকার ব্যবসা করল সেই ছবি? জানাব আপনাদের.. পাশাপাশি শোনা যাচ্ছে, এই ছবির সিক্যুয়েলে নাকি মুখ্য ভূমিকায় ধরা দেবেন শ্রদ্ধা কাপুর? সত্যি কি তাই… চলুন জেনে নেওয়া যাক ….

আরও পড়ুন: কিলার অ্যাপিয়ারেন্স, নোরার বোল্ডনেসে ঘায়েল ভক্তরা

প্রেমের কাহিনী বলে সানাম তেরি কাসাম। যদিও এই ছবি রিলিজের সময় বক্স অফিস হিট হয়নি। পরবর্তী ক্ষেত্রে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি আবারও মুক্তি পেলে তা দর্শকদের ব্যাপক ভালোবাসা পায়। আর সেই কথাকেই মাথায় রেখে ২০২৫ এর রি রিলিজের ট্রেন্ডে গা ভাসিয়ে আবারও বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। আর সেখানেই সমস্ত রেকর্ড ব্রেক করে ৫৩.১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। শুধু তাই নয়, জানা যাচ্ছে এবার মুক্তি পেতে চলেছে এই ছবির সিক্যুয়েল, জানিয়েছেন ছবির হিরো হর্ষবর্ধন রানে । কিন্তু সেখানে নাকি দেখা যাবেনা সানাম তেরি কাসামের অভিনেত্রী মাওরা হোকেনকে। পরিবর্তে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে! সত্যি কি তাই? সোশ্যাল মিডিয়াতে এই খবরই ছড়াচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় নি ছবির প্রযোজক। তাই এখনই এই খবরে শিলমোহর দেওয়া যাচ্ছেনা।

দেখুন অন্য খবর

Read More

Latest News