Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরাতে আউশগ্রামের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন জিয়াগঞ্জের অরিজিৎ! কেন!

রাতে আউশগ্রামের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন জিয়াগঞ্জের অরিজিৎ! কেন!

কলকাতা: যার কন্ঠস্বরের যাদুতে আপামর ভারতবাসী মুগ্ধ সেই জিয়াগঞ্জের অরিজিত সিং আউসগ্রামের জঙ্গলে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন। ভাবতেই অবাক লাগে। সঙ্গে নেই কোন নিরাপত্তার রক্ষী। স্থানীয়দের সঙ্গে নিয়ে বলিউডের জনপ্রিয় গায়ক তাঁদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তুলছেন ছবিও। আর একবার অরিজিৎ প্রমাণ করে দিলেন তিনি মাটির কাছাকাছি থাকতে চান।
গতকাল রাত প্রায় সাড়ে আটটা। অরিজিৎ আউশগ্রামের জঙ্গলে গাড়ি থেকে নামলেন। নিরাপত্তা রক্ষী ছাড়াই জঙ্গলের বিভিন্ন রাস্তায় তাকে ঘুরতে দেখে স্থানীয়রা হতবাক। বোলপুর থেকে তিনি নাকি আউশগ্রামে এসেছেন। জানা যাচ্ছে আসলে তিনি নাকি একটি নতুন ছবির শুটিং এর জন্য স্পট খুঁজে বেড়াচ্ছেন। এর আগেও বেশ কয়েকবার বীরভূমে দেখা গেছে এই জনপ্রিয় গায়ককে।


প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে অরিজিৎ একটি বাংলা ছবি প্রযোজনা করছিলেন। সে ছবি ‘সা’ এখনো পর্যন্ত মুক্তি পায়নি।
কাজ থাকলে অরিজিৎ মুম্বইতে যান ঠিকই কিন্তু তার মন পড়ে থাকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সময় পেলেই ফিরে আসেন। স্থানীয় মানুষদের সঙ্গে তাকে মেলামেশা করতে দেখা যায়। অতি সাধারণ পোশাকে স্কুটি নিয়ে তার বাজার করতে যাওয়ার ছবি ভাইরাল হয় মাঝেমধ্যেই। শুধু দেশে নয় সারা বিশ্বে তার লাইভ কনসার্ট সুরের ঢেউ তোলে। তবুও তিনি জিয়াগঞ্জের মাটির কাছাকাছি থাকতে চান। আউশগ্রাম দেখতে পেল মাটির মানুষ অরিজিত সিং কে।
সোশ্যাল মিডিয়ায় এখনো বাকি লিখেছেন ‘নিরহংকারী মানুষ ইনশাল্লাহ’। তামাম পৃথিবী জুড়ে তার খ্যাতি আরো ছড়িয়ে পড়ুক’। অন্য একজন লিখেছেন, ভগবানের দর্শন সবার কপালে থাকে না।
আউসগ্রাম এখন ওরা কি লিখেছেন, ‘আমাদের এলাকায় অরিজিৎ সিং’।

Read More

Latest News