Friday, August 22, 2025
HomeScrollমাথায় জড়ান ওড়না, মন্দিরে উরফি

মাথায় জড়ান ওড়না, মন্দিরে উরফি

কলকাতা:মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো দিলেন উরফি জাভেদ (Urfi Javed)। মন্দিরের যাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে হামাগুড়ি মন্দিরে গেলেন উরফি। আলোচনার কেন্দ্রে থাকতে ভালবাসেন উর্ফী জাভেদ। নিজের পোশাকের দৌলতে শিরোনামে থাকেন উরফি। ব্যতিক্রমী ও খোলামেলা পোশাকের জন্য বার বার চর্চায় উঠে আসেন তিনি। এবার উরফি গেলেন মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে (Shri Babulnath Temple, Mumbai)। বাবুলনাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কিছুটা অন্যরকম। মন্দিরের সিঁড়িতে উঠতে হয় হাঁটু গেড়ে, উরফিকেও দেখা গেল ওই একই কায়দায় মন্দিরে উঠতে। পরনে ডেনিম প্যান্ট ও টিশার্ট, মাথায় একটি কালো ওড়না জড়িয়ে নেন উর্ফী। এই বেশেই তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। মন্দিরে যাওয়ার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি লেখেন, “বাবুলনাথ মন্দিরে হাঁটু গেড়ে উঠলাম। তবে অসুবিধা হচ্ছিল ওড়নার জন্য।”

 

View this post on Instagram

 

A post shared by Bolly Paparazzi (@bollypaparazzi.in)

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী রুক্মিণী 

অন্য খবর দেখুন

Read More

Latest News