ওয়েব ডেস্ক: ধুরন্ধর (Dhurandhar) ছবিতে গ্র্যান্ড এন্ট্রি সিনে অক্ষয় খন্নার দুর্ধর্ষ পারফরম্যান্সে নেটদুনিয়া উত্তাল। ববির ‘জমাল কুডু’ মুহূর্তের মতোই ভাইরাল হল তাঁর নাচও। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার (Akshaye Khanna) এন্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের। প্রিমিয়ারের পর থেকেই ‘ধুরন্ধর’ নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। অক্ষয় খান্না অর্থাৎ রহমান ডাকাতের এন্ট্রি সিকোয়েন্স। নেটিজেনরা বলছেন, ‘কামব্যাক হো তো অ্যায়সি’।অক্ষয়ের অভিনয়ের প্রশংসার পাশাপাশি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ভাইরাল ট্র্যাক FA9LA-তে মজেছেন সকলে।
মারকাটারি অ্যাকশন, মাখোমাখো প্রেমে ভরপুর, রণবীরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে রীতিমতো আগুন ঝরাচ্ছে। ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকিয়ে ‘সাইয়ারা’র রেকর্ড ভেঙেছিল। বিজয়রথ অব্যহত রেখেই দিন তিনেকে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘ধুরন্ধর’। বিশেষ করে ধুরন্ধরে গ্র্যান্ড এন্ট্রি সিনে অক্ষয় খন্নার দুর্ধর্ষ পারফরম্যান্সে নেটদুনিয়া উত্তাল। ববির ‘জমাল কুডু’ মুহূর্তের মতোই ভাইরাল হল তাঁর নাচও। পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) ছবি এখন দর্শকের মুখে মুখে ঘুরছে, আর তার কেন্দ্রে রয়েছেন এই অভিনেতা, পাকিস্তানের এক ভয়ংকর গ্যাংস্টার ও প্রভাবশালী রাজনীতিকের চরিত্রে।ধুরন্ধরের সেই এন্ট্রি দৃশ্য, বাহরাইনি র্যাপ ট্র্যাক ‘FA9LA’–র তালে অক্ষয়ের কালো স্যুটে নেমে আসা, ভিড়ের দিকে ‘সালাম’ জানানো, নাচের তালে নিজেকে মেলানো, সব মিলিয়ে এটি এখন ভাইরাল। এতটাই আলোড়ন যে ছবির নির্মাতারা X-এ সেই অফিসিয়াল ক্লিপ পোস্ট করতে বাধ্য হন।সেখানে লেখা হয়, “You made it viral! So now it is here, Sher-E-Baloch’s absolute Bang-er!”
আরও পড়ুন: আচমকা গান গাইতে গিয়ে স্টেজে পড়ে গেলেন মোহিত চৌহান! ভাইরাল ভিডিও
ভাইরাল ট্র্যাকটির নাম ‘FA9LA’। এটি একটি বাহরাইনি গান। গানটি লিখেছেন এবং পরিবেশন করেছেন ফ্লিপ্পেরাচি এবং ড্যাফি। এবং সুর করেছেন ডিজে আউটল। ‘ধুরন্ধর’-এর ভাইরাল গানটি একেবারেই হিপ-হপ ট্র্যাক। যেখানে অক্ষয় খান্নাকে খালিজি স্টাইলে দেখা যাবে। বাহরাইনি উপভাষায় গাওয়া ‘FA9LA’-এর অর্থ ‘মজার সময়’ বা ‘পার্টি’।সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব ২০২৪ সালের এই গানটি ‘ধুরন্ধর’-এ ব্যবহার করেছিলেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি ইতিমধ্য়েই ইউটিউবে ৭০ লাখ ভিউ ছাড়িয়েছে।সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব ২০২৪ সালের এই গানটি ‘ধুরন্ধর’-এ ব্যবহার করেছিলেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি ইতিমধ্য়েই ইউটিউবে ৭০ লাখ ভিউ ছাড়িয়েছে। ‘অ্যানিমেল’ ছবির ‘জামাল কুদু’ গানে ববি দেওল যেমন তাঁর নাচ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, ঠিক তেমনই ‘ধুরন্ধর’-এর ‘FA9LA’-এ চমক অক্ষয় খান্না।
#AkshayeKhanna How on earth are you aging backwards, sharpening your features instead of softening them.? Akshay, you insane, precision-crafted monster of talent, how are you this god-level? It’s illegal at this point.
He’s grown into a kind of dangerous handsomeness, the kind… pic.twitter.com/dExZhHFddH— sweeti singh vikram (@SweetiSghVikram) December 7, 2025
অন্য খবর দেখুন







