কলকাতা: চীনের (China) পর মালেশিয়া (Mylesia)। এবার মালেশিয়ায় বাড়ছে HMPV ভাইরাসের কেস। ২০২৪ সালে ৩২৭টি HMPV ভাইরাসের কেস নথিভুক্ত করা হয়েছিল। ২০২৪ সাল থেকে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ায় সংক্রমণের সংখ্যা বাড়ছে লাফিয়ে।
আরও পড়ুন: ফের জুনিয়র চিকিৎসককে ধর্ষণের অভিযোগ
সূত্রের খবর, মেটানিউরো প্রজাতির HMPV ভাইরাসের প্রকোপে নাজেহাল অবস্থা চীনের। সংক্রমনের পাশাপাশি বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও। তাল মিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের রাস্তায় আরও একবার মৃত্যু মিছিল। বছর পাঁচেক আগে করোনার প্রকোপে একই অবস্থা হয়েছিল চীনের পথঘাটের।
তবে চীন সূত্রে দাবি, HMPV প্রসঙ্গে ভুয়ো খবর ছড়াচ্ছে আন্তর্জাতিক মিডিয়া। এই মুহূর্তে গোটা বিশ্ব খবরের জন্য সংবাদমাধ্যমকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মালেশিয়ার আক্রান্তের সংখ্যা ৫। পাশাপাশি ভারতেও প্রাদুর্ভাব ছড়িয়েছে এই রোগের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।
দেখুন আরও খবর:
  ,