Friday, October 3, 2025
spot_img
Homeশুল্কনীতি নিয়ে স্বস্তিতে ট্রাম্প প্রশাসন, জানুন বড় আপডেট

শুল্কনীতি নিয়ে স্বস্তিতে ট্রাম্প প্রশাসন, জানুন বড় আপডেট

ওয়েব ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শুল্কনীতি (Tariff Policy) নিয়ে খানিকটা স্বস্তি পেল মার্কিন প্রশাসন (US Government)। বাণিজ্য আদালতের (Trade Court) রায়ে ট্রাম্প (Donald Trump) প্রশাসনের শুল্ক আরোপকে ‘অবৈধ ও ক্ষমতা-বহির্ভূত’ বলে ঘোষণার পর, সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। আপিল আদালত (Appeal Court) সেই আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য আদালতের রায়ে আপাত স্থগিতাদেশ জারি করেছে। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ট্রাম্প প্রশাসন।

বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালত জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়াই একতরফাভাবে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা তাঁর সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালতের মতে, শুল্ক সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আইনসভার সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল।

আরও পড়ুন: ভারতে ‘ফ্লপ’ হলেও বিদেশে বেশি জনপ্রিয় এই ৬ ‘মেড-ইন-ইন্ডিয়া’ গাড়ি

তবে ট্রাম্প প্রশাসন আদালতের এই রায় মানতে নারাজ। মার্কিন সরকার যুক্তি দেয় যে, শুল্কনীতি ছিল জাতীয় নিরাপত্তার অঙ্গ এবং বিশ্ব মঞ্চে আমেরিকার অবস্থান মজবুত করার জন্যই এটি জরুরি ছিল। প্রশাসনের দাবি, চীনের আগ্রাসী অর্থনৈতিক নীতি এবং ভারত-পাকিস্তান অস্থিরতা কমাতে প্রেসিডেন্ট এই ‘শুল্কবাণ’ প্রয়োগ করেছিলেন।

এই যুক্তিকে সামনে রেখেই বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে মার্কিন প্রশাসন। আপিল আদালতের কাছে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, শুল্কনীতি রদ হলে দেশের জাতীয় সুরক্ষা হুমকির মুখে পড়বে। আদালত সেই যুক্তিকে প্রাথমিকভাবে আমলে নিয়ে বাণিজ্য আদালতের রায় স্থগিত রাখার নির্দেশ দেয়। তবে এখনও পর্যন্ত আপিল আদালত বিষয়টির নিষ্পত্তি করেনি। ট্রাম্প প্রশাসনকে আগামী ৯ জুনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News