কলকাতা: আগামীকাল বিরল দৃশ্যের সাক্ষী হবে কলকাতাবাসী (Planetary Parade 2025)! ২০৪০ সালে ফের আসবে এই সুযোগ! চলতি বছরের জানুয়ারি থেকেই শুরু হয়েছে এই অদ্ভুত ঘটনা। ২১ জানুয়ারি থেকে মহাকাশে শুরু হয়েছে গ্রহের প্যারেড। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি (Rare Celestial Event)।
আরও পড়ুন: বিজেপির আয়ু আর ২-৩ বছর, জানালেন মুখ্যমন্ত্রী
শুরুতে ৬টি গ্রহ থাকলেও, এবার ৭টি গ্রহের পর পর অবস্থান হতে পারে সূর্যের কাছাকাছি। যা দেখলে এক ঝলক দেখলে মনে হবে আকাশে চলছে গ্রহের প্যারেড। কলকাতায় দেখার সেরা সময় জানেন? ২৮ ফেব্রুয়ারি। এই ঘটনার সাক্ষী থাকার জন্য সূর্যাস্ত অবধি অপেক্ষা করতে হবে। আকাশ যদি অন্ধকার আর মেঘমুক্ত থাকে, তবেই সূর্যাস্তের ৪৫ মিনিট পর দেখা যাবে গ্রহের প্যারেড।
দেখুন আরও খবর: