Wednesday, August 27, 2025
HomeScrollপথশ্রী প্রকল্পে আরও দেড় হাজার কোটি, ঘোষণা রাজ্যে বাজেটে

পথশ্রী প্রকল্পে আরও দেড় হাজার কোটি, ঘোষণা রাজ্যে বাজেটে

কলকাতা:  ঘোষণা হল রাজ্য বাজেট (State Budget 2025)। বাজেটে কি ঘোষণা হতে পারে তাই নিয়ে জল্পনা চলছিল। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employee) খুশি করে দিয়ে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ানো হল চার শতাংশ। সেইসঙ্গে পথশ্রী প্রকল্পে আরও দেড় হাজার কোটি টাকার বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Finance Minister Chandrima Bhattacharya)

 

আরও পড়ুন: এবারের বাজেট কি ভোট বাজেট !

এদিন বাজেট পেশের আগেই বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে পথশ্রী প্রকল্পে বরাদ্দ বাড়ার অর্থ আরও রাস্তা তৈরি হবে এবং কাজ পাবেন জবকার্ড হোল্ডাররা। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে।

সেই বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার। আবাসের টাকা বাকি। যেটাও দিয়েছে রাজ্য সরকার। আর জবকার্ড হোল্ডাররা যাতে কাজ পান তাই কর্মশ্রী প্রকল্প গড়ে উঠেছে। তবে পথশ্রী প্রকল্পেও কাজ করতে পারবেন তাঁরা।

রাজ্যের মাথায় প্রায় ৭ লক্ষ কোটি টাকার দেনা রয়েছে। তবে রাজ্যবাসীর উপর চাপ বাড়াতে রাজি নয় রাজ্য সরকার।

দেখুন খবর:

Read More

Latest News