Sunday, October 19, 2025
HomeScrollশুভেন্দু-সুকান্ত জুটি নিয়েই ভোটে নামবে বিজেপি!

শুভেন্দু-সুকান্ত জুটি নিয়েই ভোটে নামবে বিজেপি!

কলকাতা : রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতির নাম এখনও ঘোষিত হয়নি। তবে এর মধ্যেই রাজনৈতিক শিবিরে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, সদ্য সমাপ্ত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন—আগামী বিধানসভা নির্বাচনে দলের হাল ধরবেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্য বিজেপির তরফে এই দুই নেতার হাতে-হাত রাখা ছবি প্রকাশ্যে আনা হয়েছে, যা রাজনৈতিক মহলে ‘ঐক্যের বার্তা’ বলেই ব্যাখ্যা করছেন অনেকেই।

বুধবার বিধাননগরের এক হোটেলে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়, সুকান্ত-শুভেন্দু সহ একাধিক রাজ্য নেতা। সূত্রের দাবি, বৈঠকে বনসল বলেন, “দিল্লি-হরিয়ানায় জয় এসেছে, বিহারেও জিতব। এবার বাংলা—সুকান্ত-শুভেন্দু নেতৃত্বেই হবে লড়াই।” তাঁর মতে, বাংলায় বিজেপি যদি ৪০-৫০ লক্ষ ভোট পায়, তবে জয় নিশ্চিত।

আরও পড়ুন: বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে রাজ্য নেতারা

উল্লেখযোগ্যভাবে, দলের এই ধরনের সাংগঠনিক বৈঠকে সাধারণত শুভেন্দু অনুপস্থিত থাকেন। এক সময় এই বিষয়ে সুকান্ত বলেছিলেন, “উনি এমন বৈঠকে স্বচ্ছন্দ নন।” কিন্তু এদিন নিজেই জানালেন, “ওঁকে ডাকা হয়েছিল, উনি এসেছেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় বার্তার পাশাপাশি এই ধরনের মন্তব্য এবং দু’জনের ছবির প্রচার আসলে দলীয় ঐক্যের ইঙ্গিতই বহন করছে।

বৈঠকে আরও একটি বিষয় ঘুরেফিরে আসে—দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। যদিও তাঁর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে সূত্রের দাবি, বনসলের বক্তব্যে দলের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান ছিল স্পষ্ট। দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনও দলীয় পদক্ষেপ হতে পারে কি না, এই প্রশ্নে সুকান্ত বলেন, “যা হবে, খুব শীঘ্রই দেখতে পাবেন।” তবে দিলীপ ঘোষ আদৌ এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে নারাজ সুকান্ত।

সব মিলিয়ে রাজ্য বিজেপিতে নতুন সভাপতি কবে আসবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে সুকান্ত-শুভেন্দু যুগলবন্দীর উপরেই যে দল বাজি রাখছে, সেই বার্তা আপাতত স্পষ্ট।

দেখুন আরও খবর: 

 

Read More

Latest News