Monday, September 1, 2025
HomeScrollজ্যোতি বসু সেন্টার সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন

জ্যোতি বসু সেন্টার সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন

কলকাতা: জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের (Jyoti Basu Centre for Studies) উদ্বোধন। জ্যোতি বসুর ১৬তম প্রয়াণ দিবসে ভবনের উদ্বোধন করলেন বৃন্দা কারাত, প্রকাশ কারাত, মানিক সরকার সহ বেশ কয়েকজন।

সূত্রের খবর, নিউটাউনের রিসার্চ সেন্টারের প্রথম পর্যায়ের উদ্বোধন আজ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ থেকে এসেছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা কন্যা চৌধুরী। এদিন অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন।

আরও পড়ুন: কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিলেন ইসলামপুরের যুবক

এদিনের সভা থেকে মহম্মদ সেলিম বলেন, ‘এক বছরের মধ্যে প্রথম পর্যায়ের অনুষ্ঠানে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন করা সম্ভব হয়েছে।

গণতন্ত্রের জন্য লড়াই চলছে সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে। কেন্দ্র ও রাজ্য সরকার সংখ্যা তত্ব প্রকাশ করছে না। আর সে কারণেই গবেষণা প্রয়োজন। ব্যর্থতা খুঁজে ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করতে হবে। ধর্মনিরপেক্ষতাকে ভেঙে ফেলার চেষ্টা।’

দেখুন আরও খবর: 

Read More

Latest News