কলকাতা: বিজেপির বৈঠকে একগুচ্ছ নির্দেশ, সেইসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য নেতৃত্বকে। একদিকে যেমন রাজ্য নেতৃত্বের আচরণ সংযত করার নির্দেশ দেওয়া হল, অন্যদিকে তেমনি এই রাজ্য থেকে বার বার আসা অভিযোগ নিয়ে যে কেন্দ্র খুশি নয়, সেই ব্যাপারেও সতর্ক করা হল।
এদিনের বৈঠকের নির্যাস, প্রায় ৪০ হাজার বুথের মধ্যে ৩০ শতাংশ বুথ বাদ রেখে বিজেপি ২৬ বুথে নির্বাচন লড়তে চলেছে। সংখ্যালঘু এলাকায় কোন বুথে সংগঠনের দরকার নেই বলে বৈঠকে কেন্দ্রীয় নেতারা জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে প্রশ্ন উঠেছে, শুভেন্দু কেন দলীয় সাংগঠনিক বৈঠকে থাকে না। ঠিক সেই মুহূর্তেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, উনি এই ধরনের বৈঠকে কমফোর্ট ফিল করেন না।
আরও পড়ুন: আশফাকুল্লার কেস ডায়েরি তলব বিচারপতি ঘোষের
কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল সতর্ক করে বলেন, বুথ স্তরে কমিটি গঠনে কোনও জল মেশাবেন না। এই রাজ্য নিয়ে এমন অভিযোগ বার বার আছে।
বৈঠক শুরুর আগে দলের এক মহিলা সাধারণ সম্পাদককে ভর্ৎসনা করেন কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য । কেন তিনি ট্যুইট করে দিল্লিতে প্রচারে এই রাজ্যে থেকে যাওয়া নেতা নেত্রীর নাম প্রকাশ করেছেন । তাকে ট্যুইট ডিলিট করে দিতে বলেন ।
দেখুন অন্য খবর: