Thursday, August 21, 2025
HomeScrollঅসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। এর আগেও বারবার তাঁকে হৃদরোগে আক্রন্ত হতে দেখা গিয়েছে। আর এবার ফের তিনি গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।

আরও পড়ুন: ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

একদিকে তিনি যখন অসুস্থ, অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন পার্থ। পাশাপাশি ইডির মামলায় জামিন পেলেও,  হাইকোর্টে বাকিদের ক্ষেত্রে যা শর্ত রয়েছে সেই শর্তগুলি পার্থর ক্ষেত্রেও আরোপ হবে।  যদিও এখনও আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তিনি গ্রেফতার আছেন। তাই এখনই তাঁর জেলমুক্তির সম্ভাবনা নেই বলেই জানানও হয়েছে।

কিন্তু আবারও শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় তিনি আক্রন্ত হয়ে ভর্তি হলেন হাসপাতালে। তাই তাঁকে এবার ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে।

দেখুন অন্য খবর

Read More

Latest News