Saturday, August 30, 2025
HomeScrollকলকাতার বিস্তীর্ণ এলাকায় মিলবে না পানীয় জল! কবে? জেনে নিন বিস্তারিত

কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিলবে না পানীয় জল! কবে? জেনে নিন বিস্তারিত

কলকাতা : কয়েকদিন আগেই টালা ট্যাঙ্ক মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল কলকাতার বিস্তীর্ণ এলাকার জল পরিষেবা। যার জেরে সমস্যার সম্মুখীন হয়েছিলেন অনেকেই। আর এবার আবারও কলকাতার এক বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকতে চলেছে জল পরিষেবা জানানও হল পুরসভার তরফ থেকে।

কিন্তু কোথায় বন্ধ থাকতে চলেছে জল পরিষেবা?

আরও পড়ুন: সপ্তাহান্তে কোন রুটে বন্ধ থাকতে চলেছে মেট্রো? জানুন বিস্তারিত

পুরসভার তরফ থেকে জানানও হয়েছে এবার বন্ধ থাকতে চলেছে গার্ডেনরিচের পানীয় জল পরিষেবা।

আজ, অর্থাৎ শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি জানান, আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহের শনিবার সকালের জল দেওয়ার পর থেকে ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। কারণ সেখানেও ট্যাঙ্ক মেরামতির কাজ হবে। আর এর জেরে বন্ধ থাকতে চলেছে দক্ষিণ কলকাতার কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ এলাকায় পানীয় জল সরবরাহ।

দেখুন অন্য খবর

&nbsp ,

Read More

Latest News