কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়। শনিবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) বিচারক অনির্বাণ বসুর এজলাসে দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয়।
আমৃত্যু কারাবাসের পাশাপাশি, ৫০,০০০ টাকার আর্থিক জরিমানা হয় সঞ্জয়ের। না দিলে আরও ৫ মাসের কারাদণ্ড। রাজ্যের তরফ থেকেও ১৭ লক্ষ টাকা আর্থিক জরিমানার কথা ঘোষণা করেছে শিয়ালদহ দায়রা আদালত। এজলাসে আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা-মা।
আরও পড়ুন: সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দাবি করছেন প্রাক্তন ফাঁসুড়ে নাটা মল্লিকের ছেলে
কী বলছেন নির্যাতিতার বাবা? আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে তিনি বলেন, ‘আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি।’ তাঁর কথার পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘আইনের যে প্রভিশন আছে এটা আমার রায় প্রতিফলিত করতে হবে। এরপরে আপনি ওই টাকা নিয়ে অন্য কিছু করতে পারেন বা নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়।’
দেখুন আরও খবর: