Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমেক্সিকোতে ধর্মীয় উৎসবের ভিড়ে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ১২

মেক্সিকোতে ধর্মীয় উৎসবের ভিড়ে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ১২

ওয়েব ডেস্ক: মেক্সিকোর (Shooting Celebration Mexico’s Guanajuato) ধর্মীয় উৎসবের সময় এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজরা। মেক্সিকোর গুয়ানাজুয়াতো (Mexico’s Guanajuato) ইরাপুয়াতো শহরের একটি রাস্তার উৎসবের সময় বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয়রা যখন সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে নাচ এবং মদ্যপান করছিল তখন এই হামলার ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনার ভিডিও ভইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন।

পুলিশ সূত্রে খবর, বুধবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াটো শহরে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রত্যেকেই খুশির মেজাজে ছিলেন। চলছিল নাচ-গান। সেই সময় ভিড়ের মধ্যে এক যুবক আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ১২ জন। আহত হয়েছেন ২০ জন। আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।তবে পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেন। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News