Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Home১৩০টি অশ্লীল ভিডিও ফাঁস, বিতর্কে যোগীরাজ্যের BJP নেত্রীর ছেলে

১৩০টি অশ্লীল ভিডিও ফাঁস, বিতর্কে যোগীরাজ্যের BJP নেত্রীর ছেলে

ওয়েব ডেস্ক: দিনের পর দিন বান্ধবীর সঙ্গে কুকর্ম, সেইসব ভিডিও রেকর্ড করে তা দিয়ে স্ত্রীকে মানসিক নির্যাতন, যোগীরাজ্যের মৈনপুরীর এক বিজেপি (BJP) নেত্রী ছেলের এমন কর্মকাণ্ড সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এর আগেও ভিনরাজ্যের একাধিক বিজেপি নেতার নাম জড়িয়েছে এরকম অশ্লীল ভিডিও (Obscene Video) কাণ্ডে। কিন্তু এই ঘটনা আরও বেশি নিন্দনীয়। কারণ শুধু অশ্লীল ভিডিও তৈরিই নয়, সেই সঙ্গে বধূ নির্যাতনের অভিযোগও উঠছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি নেত্রীর গুণধর পুত্রের বিরুদ্ধে।

সম্প্রতি, উত্তরপ্রদেশের এক মহিলা মণ্ডল সভাপতির ছেলের অনেকগুলি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, ১৩০-এর বেশি এই ধরণের ভিডিও সামনে এসেছে। তারপরেই অভিযুক্তের স্ত্রী অভিযোগ করেন যে, বান্ধবীর সঙ্গে কুকর্মের পর সেইসব ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে নাকি মানসিক নির্যাতন করত অভিযুক্ত বিজেপি নেত্রীর স্ত্রী। এমনকি শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হত বলেও দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী।

আরও পড়ুন: ফোনে মশগুল নার্স! বুড়ো আঙুল কেটে দিলেন নবজাতকের

তবে কীভাবে বিপুল পরিমাণে অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়ে ইতিমধ্যে উঠছে বিভিন্ন প্রশ্ন। কারণ এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কাউকে ব্ল্যাকমেলিং করার জন্য নিজেই একাজ করে থাকতে পারেন। আবারও এমনটাও অনেকে মনে করছেন যে, অভিযুক্তের সব কুকর্ম রোধ করার লক্ষ্যে তারই বান্ধবী এগুলিকে ফাঁস করেছে।

বিভিন্ন রাজ্যের বিভিন্ন ছোটখাট বিষয়ে নাক গলালেও এক্ষেত্রে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। উত্তরপ্রদেশের মহিলা মোর্চা থেকে শুরু করে জেলা সংগঠনের কর্মকর্তা- কেউই এই বিষয়টি নিয়ে কোনও কথা বলতে চাননি। যদিও এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিয়েছে সমাজবাদি পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

দেখুন আরও খবর:  

Read More

Latest News