Thursday, January 22, 2026
Homeবাথটবে অদ্রিজা, বঙ্গললনার বোল্ডনেস ঘায়েল নেটিপাড়া

বাথটবে অদ্রিজা, বঙ্গললনার বোল্ডনেস ঘায়েল নেটিপাড়া

কলকাতা: অদ্রিজা রায় (Adrija Roy) টেলি জগতের পরিচিত মুখ। বাংলা সিরিয়াল থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায়। হিন্দিতে একের পর এক সিরিয়ালে কাজ করছেন এই বাঙালি অভিনেত্রী।

সোশাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বঙ্গকন্যার বোল্ড অবতার দেখে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। উত্তাল যৌবনের ছ্যাঁকায় ঘায়েল পুরুষ অনুরাগীরা।

সুইমিং পুলে জলকেলির ছবি দিয়ে ঝড় তুলেছেন অদ্রিজা রায়। সম্প্রতি বালি ঘুরতে গিয়েছিলেন সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। যেখানে তাঁকে কখনও কালো রঙের বিকিনিতে পুলের জলে দেখা গিয়েছে আবার কখনও বা নীল রঙের বিকিনিতে তাঁকে সমুদ্রের নীল জলে দেখা গিয়েছে

আরও পড়ুন: কালো গাউনে হট পোজ বোল্ড সানি

কখনও বা বাথটবে আবার কখনও বা ঝর্নার জলে সিক্ত অদ্রিজা। আবার কখনও বা সৈকতে রোদ গায়ে মেখে লাস্যময়ী। নীল বিকিনিতে সমুদ্রের জলেই মাঝেই দোলনা দুলছেন। চোখ ফেরাতে পারবেন না অভিনেত্রীর থেকে। অদ্রিজার উত্তাল যৌবন ও বোল্ডনেস কুপকাত নেটপাড়া।

অন্য খবর দেখুন

Read More

Latest News