Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ার অভিযোগ

ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ার অভিযোগ

ওয়েব ডেস্ক: বেআইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট (Fraud Certificate) বের করে, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে ডাক্তারি পড়াশোনা। ২০২১ সালে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তিও হয়েছিলেন অভিযুক্ত পড়ুয়া। তবে সম্প্রতি তাঁর সার্টিফিকেট জাল প্রমানিত হয় বলে অভিযোগ। তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে বহিস্কার না করায়, মঙ্গলবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আদিবাসীদের বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

জানা গিয়েছে, ২০২১ সালে নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী।  সেই ছাত্রী এখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন। সম্প্রতি তাঁর ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমানিত হয়। আর এরপরই নড়েচড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা। অবিলম্বে ওই ছাত্রীকে বহিস্কার করা এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেয় আদিবাসীরা।

আরও পড়ুন: শেয়ার মার্কেটে বাড়তি উপার্জনের টোপ, খোয়া গেল লক্ষাধিক টাকা

আদিবাসী সমাজের দাবি জুহি কোলের এসটি সংশাপত্র বাতিলের পর তাঁকে বহিস্কারের আবেদন জানানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি। তাঁদের অভিযোগ ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পেছনে কাজ করছে একটি চক্র। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মাধ্যমে ওই পড়ুয়ার শংসাপত্র যাচাই করে তারপরেই তাঁকে ভর্তি করা হয়েছিল। এখন তাঁর এসটি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। নির্দেশ এলে পদক্ষেপ নেওয়া হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News