কলকাতা: পদ্মের মিশন ২৬ এর বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। ২৬ এর বিধানসভার আগে মোদির পর বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ (Amit Shah)। সমস্ত রকমের চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার দুদিনের বঙ্গ সফরে শহরে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহর কলকাতায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। রাজ্যের আইনশৃঙ্খলা, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর করার বিষয়েই আলোচনা হবে এই বৈঠকে। রবিবার দুপুরে রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের (CFSL) উদ্বোধন করলেন অমিত শাহ। এদিন শাহ বলেন, পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব! ব্রিটিশ আমলের আইন পরিবর্তন করে নতুন ভারতে মোদি সরকার নতুন আইন এনেছে। দেশের ক্রিমিনাল জাস্টিসেও (Criminal Justice) পরিবর্তন আসছে। এদিন দেশের আইন ব্যবস্থা সংস্কারে নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
এদিন আইন ব্যবস্থা সংস্কারের প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, দেশে সিএফএসএল-র ক্লাস্টার তৈরি করা হচ্ছে। তিন-চার রাজ্যের ক্লাস্টার তৈরি করে ক্রিমিনাল জাস্টিসকে প্রমাণ ভিত্তিক তৈরি করার চেষ্টা চলছে। সিএফএসএল-র উন্নয়ন নিয়ে পরিকল্পনা, উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২ বছরের মধ্যে এই কাজ হয়ে যাবে। প্রতিটি থানায় থাকা আধিকারিকদের এটা বোঝানো হবে। এর মাধ্যমে অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে সেই সঙ্গে দেশের অপরাধীদের আরও দ্রুত শাস্তি দেওয়া যাবে। অপরাধীদের বিচার তর্ক নয়, প্রমাণ ভিত্তিক করে তুলব, যাতে সন্দেহের কোনও অবকাশ থাকবে না। নিপীড়িতরা সুবিচার পাবে। এই নতুন ফরেন্সিক ভবনের শক্তিশালী অবদান থাকবে।
আরও পড়ুন: ২৬-র নির্বাচনের আগে কি বার্তা দেবেন অমিত শাহ?
শাহের কথায়, ‘‘তদন্তে প্রযুক্তির খুবই গুরুত্বপূর্ণ।’’ এই যে সিএফএসএল তৈরি করা হয়েছে, তাতে বায়োলজি, সিরোলজি, ডিএনএ, কেমিস্ট্রি, নারকোটিক্স, বিষ বিজ্ঞান, ব্যালেস্টিক, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি ও ফিজিক্স -সব বিভাগ রয়েছে। নতুন ফরেন্সিক ভবনের উন্নত প্রযুক্তির সুবিধা মিলবে বলেই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ট্রানজাকশন, কমিউনিকেশন যেখানে সবই অনলাইনে হচ্ছে, সেখানে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। অপরাধীদের থেকে দুই কদম আগে থাকতে হবে। তার জন্য দরকার উন্নতমানের প্রযুক্তি। অপরাধীদের চিহ্নিত করতে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে ফরেন্সিকের গুরুত্ব অপরিসীম। আরও সাত রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন তৈরি হবে।’’ শাহের মতে, পূর্ব, উত্তর-পূর্ব ভারতে জটিল মামলাগুলি সমাধানের ক্ষেত্রে সহায়তা করবে কলকাতার এই নতুন ল্যাবরেটরি।
শাহ বলেন, দেশের আইন ব্যবস্থায় বদল আনা হয়েছে। ১৬০ বছর পুরনো ভারতীয় আইনের পরিবর্তে নতুন আইন তৈরি করা হয়েছে। এটা যুগান্তকারী বদল। এখন নির্দোষরা শাস্তি পাবে না, অপরাধীরা ছাড়া পাবে না। সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। নতুন আইনে ৭ বছর বা তার বেশি বছরের সাজার ক্ষেত্রে ফরেন্সিক ভিজিট বাধ্যতামূলক করা হয়েছে। এই ইলেকট্রনিক প্রমাণকে গ্রহণযোগ্য় করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে যে ন্যায় যাতে সময়মতো পাওয়া যায়। ৬০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করার নিয়ম তৈরি করা হয়েছে। আমি নিজে নজর রাখছি। ৬০ শতাংশ ক্ষেত্রেই এটা কার্যকর হচ্ছে।
দেখুন ভিডিও