Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeএসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

কলকাতা: এসএসসির ( SSC ) নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের। ২০১৬ নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে চাকুরিপ্রার্থীররা। তাদের দাবি ২০১৬ নিয়ম অনুযায়ী পদক্ষেপ করুক সরকার । পুরনো রুলে পরীক্ষা হোক। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মানছে না সরকার। নোটিস বাতিল এর দাবিতে মামলা দায়ের এর আবেদন। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চ। মামলাকারীর নাম লুবানা পারভিন। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। ৫ মে শুনানির সম্ভাবনা।

এসএসসির ২৯ মে রুল ও ৩০ মে জারি হওয়া বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার আবেদন হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির ৩০ মে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তার অবৈধ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের সিলেকশন প্রোসেস ওই সালের রুল অনুযায়ী করতে হবে। ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকে। কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মেনে হয়নি।

আরও পড়ুন: বহু প্রতীক্ষিত OBC তালিকায় ২৫ সম্প্রদায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব, অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি। নির্দেশ অনুযায়ী, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতি সিলেকশনে বয়েসের ছাড় পাবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বার করে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ২০১৬ এবং ২০২৫ সালের নম্বরের তুলনা করলে দেখা যাবে, আগে ৫৫ লম্বরের লিখিত পরীক্ষা হত। সেখানে এখন ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের এই নয়া বিধিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আদালত মামলা করার অনুমতি দিয়েছে। ৫ জুন শুনানি বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে।

অন্য খবর দেখুন

Read More

Latest News