Thursday, January 15, 2026
Homeবর্ষায় প্লাবিত বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক

বর্ষায় প্লাবিত বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক

বাঁকুড়া:বর্ষার (Rainy Season) শুরুতেই ভারী বৃষ্টিতে প্লাবিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাজ্য-সড়ক (Bankura Bishnupur-Arambagh State Highway)। বুধবার দুপুরের পর থেকে ওই সড়কের উপর কোতুলপুরের কাছে মিলমোড় এলাকায় দ্রুত বেগে জল বইতে শুরু করে। জীবনের ঝুঁকি নিয়ে প্লাবিত সেই সড়কে এখন যান চলাচল অব্যাহত থাকলেও দ্রুত ওই সড়কে যান চলাচল বন্ধের (Traffic Disrupted) আশঙ্কা করছেন স্থানীয়রা।

বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাজ্য-সড়ক (Bankura Bishnupur-Arambagh State Highway) জেলার মধ্যে অন্যতম ব্যস্ত সড়ক। এই সড়ক দিয়ে শুধু বিষ্ণুপুর কোতুলপুর ও আরামবাগ যুক্ত হয়েছে তাই নয়, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে (Bankura and Purulia District) কলকাতার (Kolkata) সঙ্গে যুক্ত করেছে এই সড়ক। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিতে এবার সেই সড়কেরই একাংশই প্লাবিত হল।

আরও পড়ুন: কালীগঞ্জে ভোট শুরু হতেই এ কী ঘটল!

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মিলমোড় এলাকায় বিষ্ণুপুর আরামবাগ সড়কে (Bankura Bishnupur-Arambagh State Highway) জল উঠতে শুরু করে। রাস্তার উপর দিয়ে প্রায় হাঁটু সমান উচ্চতায় জল বইতে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত বিপজ্জনক (Danger) হয়ে পড়েছে। তারপরেও উপায় না থাকায় প্লাবিত ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হয় যাত্রীবাহী বাস (Bus) থেকে শুরু করে পণ্যবাহী লরি এমনকি বাইক আরোহীরা।

স্থানীয়দের দাবি, এভাবে যাতায়াতের ফলে যে কোনও সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বৃষ্টি যেভাবে অবিরাম হয়ে চলেছে তাতে সড়কের উপর জলস্তরের উচ্চতা আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ওই সড়কে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। স্থানীয়রা এই বিষয় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রতিবছর বর্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে এমন পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় নিকাশির ব্যবস্থা করে মানুষের দূর্ভোগ কম করার কোনও ব্যবস্থাই করেনি প্রশাসন।

দেখুন অন্য খবর 

Read More

Latest News