Wednesday, November 26, 2025
Homeবিপর্যস্ত উত্তর সিকিমের ছাতেনে বরফের চাদর সরিয়ে উদ্ধার জওয়ানের দেহ

বিপর্যস্ত উত্তর সিকিমের ছাতেনে বরফের চাদর সরিয়ে উদ্ধার জওয়ানের দেহ

ওয়েবডেস্ক-  টানা ৯ দিন ধরে অভিযান চালিয়ে উত্তর সিকিমের (North Sikkim) ছাতেনে (Chhaten) ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে শহিদ জওয়ানের (Martyred soldier) দেহ উদ্ধার হল। সম্পূর্ণ সামরিক মর্যাদায় জওয়ান সাইনুদ্দিন পিকের (Sainuddin PK) – অত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সাইনুদ্দিনকে উদ্ধারে ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর যৌথ ভাবে অভিযান চালায়।

কর্মক্ষেত্রে একজন দায়িত্বশীল জওয়ান বলেই তিনি পরিচিতি ছিলেন। ঘন বরফ থেকে উদ্ধার করে শহিদ সাইনুদ্দিন পিকের মৃতদেহ পৌঁছে দেওয়া হয় তাঁর জন্মস্থান আন্দ্রোথে। গত ৮ জুন সিপাহী সাইফুদ্দিনকে শেষ শ্রদ্ধা জানানো হয়। আন্দ্রোথে পৌঁছে নৌবাহিনীর তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

এক কমান্ডিং অফিসার জানান, সাইফুদ্দিন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ জওয়ান ছিলেন। তাঁর আত্মত্যাগ আমাদের চিরকাল স্মরণ করাবে প্রকৃত দেশসেবার অর্থ’।

আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পরেই বড়সড় সিদ্ধান্ত, ডিজিএমও পদ থেকে সরানো হল রাজীব ঘাইকে

সাইনুদ্দিনের জন্ম ১৯৯১ সালের ২০ ডিসেম্বর, লাক্ষাদ্বীপের আন্দ্রোথ দ্বীপে। ২০১২ সালের ২৪ মার্চ তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বিগত ১৩ বছরে সিয়াচেন হিমবাহের মতো প্রতিকূল এলাকায় দায়িত্ব পালন করেছেন তিনি। সহযোদ্ধাদের কাছে একজন পেশাদার, শৃঙ্খলাপরায়ণ, কর্তব্যনিষ্ঠ জওয়ান বলে পরিচিতি।

উল্লেখ্য, গত ১ জুন উত্তর সিকিমের ছাতেনে ভয়াবহ ধস নামে সেনা ছাউনিতে। রাতেই তিন জন সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। নিখোঁজ ছিলেন ৬ জন। এখনও নিখোঁজ পাঁচ জনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর সিকিম। বিভিন্ন জায়গায় আটকে পড়েন পর্যটকরা। বায়ুসেনার হেলিকপ্টারে তিনদিন ধরে পর্যটকদের উদ্ধার করা হয়। এখনও বিচ্ছিন্ন একাধিক এলাকা।

দেখুন আরও খবর-

Read More

Latest News