Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরথযাত্রায় ঝরল রক্ত! সাতসকালে আহমেদাবাদে হুলুস্থুল কাণ্ড

রথযাত্রায় ঝরল রক্ত! সাতসকালে আহমেদাবাদে হুলুস্থুল কাণ্ড

ওয়েব ডেস্ক: রথযাত্রা (Rath Yatra 2025) উপলক্ষ্যে ছিল সাজো-সাজো রব। আনন্দে মেতে উঠেছিল সকলেই। উৎসবের আবহে রংবেরঙের সাজে শোভাযাত্রায় অংশ নিয়েছিল তিনটি দাঁতাল হাতি (Elephant Attack)। কিন্তু আচমকা ডিজে-র শব্দে মেজাজ বিগড়ালো হাতির। তাতেই ঘটল বিপত্তি। মুহূর্তে আনন্দের রথযাত্রা বদলে গেল দুর্ঘটনাস্থলে। হাতির হানায় আহত তিন। রথযাত্রার সকালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল গুজরাতের আহমেদাবাদে (Ahmedabad)।

সূত্রের খবর, এদিন রথযাত্রার মাঝে ডিজের শব্দে হাতিগুলি নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরু গলিতে ঢুকে পড়ে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, রথযাত্রা ১০ মিনিটেরও বেশি সময় বন্ধ রাখতে হয়। আহত হন কমপক্ষে তিনজন। তবে তৎক্ষণাৎ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই খবর।

আরও পড়ুন: অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা, জেনে নিন

শেষ পর্যন্ত মাহুতরা দীর্ঘ চেষ্টায় হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনেন এবং অন্যদিকে সরিয়ে নিয়ে যান। এরপরেই রথযাত্রার রুটে ডিজে-র ব্যবহার বন্ধ করে দেয় প্রশাসন। তিনটি হাতিকে শোভাযাত্রা থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয় বলেই খবর।

তবে এই প্রথমবার নয়, রথযাত্রায় এরকম মর্মান্তিক ঘটনার নজির রয়েছে অতীতেও। ঠিক এক বছর আগে, ২০২৩ সালের জুন মাসে, ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথের দিনে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের, যাঁর মধ্যে ২ জন শিশু ছিল। কর্ণাটকেও রথযাত্রার সময় ভেঙে পড়েছিল ১০০ ফুট উঁচু রথ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক দর্শনার্থীর। আর এবার ঘটনাস্থল আহমেদাবাদ।

দেখুন ভিডিও:

এদিকে রথযাত্রা উপলক্ষ্যে জনসমুদ্রে ভাসছেন দিঘা (Digha Rath Yatra 2025)। তবে সেখানে এবার প্রশাসন আরও সতর্ক। দিঘায় এবারের রথযাত্রা ঐতিহাসিক। কারণ সদ্য নির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে রথযাত্রা পালিত হবে। মুখ্যমন্ত্রী নিজে দিঘায় উপস্থিত থেকে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News