Saturday, October 11, 2025
Homeট্রাম্পের ‘সুন্দর’ বিলের সমালোচনায় মাস্ক, সম্পর্কে ফাটল আরও চওড়া!

ট্রাম্পের ‘সুন্দর’ বিলের সমালোচনায় মাস্ক, সম্পর্কে ফাটল আরও চওড়া!

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ইলন মাস্কের (Elon Musk) মতবিরোধ আবারও স্পষ্ট। এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের বিরোধীতা করলেন মার্কিন ধনকুবের। ট্রাম্প সরকারের ব্যয় সংক্রান্ত একটি বিলকে (Spending Bill) নিয়ে প্রশ্ন তুললেন টেসলা কর্ণধার। তিনি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার পর যে জল্পনার জন্ম হয়েছিল, তা আরও বেশি প্রকট হয়ে গেল মাস্কের ট্রাম্প বিরোধী মন্তব্যে।

টেসলা কর্ণধারের মতে, এই বিল পাশ হলে আমেরিকা ‘ঋণের দাসত্ব’-র দিকে এগিয়ে যাবে। এমনকি, সাধারণ নাগরিকদের এই বিল বাতিল করার জন্য তাঁদের নিজ নিজ আইনপ্রণেতার সঙ্গে যোগাযোগের আহ্বানও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে মাস্ক এই বিলের কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “নিজের সেনেটরকে বলুন, কংগ্রেস সদস্যদের বলুন, আমেরিকাকে দেউলিয়া হতে দেবেন না। বিলটি বাতিল করুন।” পরবর্তী পোস্টে তিনি এই বিলকে ‘ঋণের দাসত্ব’ বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন: বাংলাদেশে ‘মুক্তিযোদ্ধা’ সম্মানেও কাটছাঁট করছে ইউনুস সরকার!  

ট্রাম্প যেখানে এই বিলকে ‘বড় সুন্দর’ আখ্যা দিয়েছেন, মাস্কের মতে, এটি আমেরিকার ইতিহাসে সর্বাধিক ঋণ বৃদ্ধিকারী বিল। ট্রাম্পের এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিরোধিতা করে মাস্ক যে অবস্থান নিয়েছেন, তা মার্কিন রাজনীতিতে জোর আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও মাস্ক সরাসরি ট্রাম্পের নাম না করে কেবল বিলটির বিরোধিতা করছেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, মাস্কের এই সমালোচনার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কারণ, নতুন বিল অনুযায়ী ইলন মাস্কের সংস্থা টেসলা-সহ অন্যান্য বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর জন্য করছাড় প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের মতে, মাস্ক এই আর্থিক ক্ষতির জেরেই এতটা সরব হয়েছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News