Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকেউ হারেনি, হেডিংলিতে জিতল টেস্ট ক্রিকেট

কেউ হারেনি, হেডিংলিতে জিতল টেস্ট ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড (England) এই টেস্ট জিতেছে, ভারত (India) হেরে গিয়েছে। আসলে কেউ হারেনি, জিতেছে একজনই, ক্রিকেট, টেস্ট ক্রিকেট। ২০০৫ সালের অ্যাশেজ সিরিজের এজবাস্টন টেস্ট, ২০০১ সালের ইডেন টেস্টের সঙ্গে একাসনে বসবে হেডিংলি টেস্ট। পাঁচদিনের খেলায় শেষ ১৫ মিনিট পর্যন্ত উত্তেজনা রইল। জিতল শেষে ইংল্যান্ড, কিন্তু এ ম্যাচ ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। ইংল্যান্ড রেকর্ড রান তাড়া করে জেতার থেকেও এই ম্যাচের পরতে পরতে উত্তেজনা মনে থেকে যাবে।

পঞ্চম দিনে ৯০ ওভারের খেলা, ভারতের জিততে চাই ১০ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান। সমীকরণে এগিয়ে ভারত, কিন্তু দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট (Ben Duckett) এবং জাক ক্রলি অন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। ১৮৮ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ওখানেই ব্যাকফুটে চলে যায় শুভমান গিলের দল। কিন্তু নাটক বাকি ছিল।

আরও পড়ুন: একটাও উইকেট পড়ল না ইংল্যান্ডের, চাপে ভারত

বৃষ্টিতে খেলা বন্ধ হল, ফের শুরু হল। প্রসিদ্ধ কৃষ্ণ পরপর ক্রলি এবং অলি পোপকে তুলে নিলেন। ভারতের আশা বাড়ল। কিন্তু ডাকেটের সঙ্গে ফের বড় জুটি গড়লেন জো রুট। এরপর একই ওভারে জোড়া ধাক্কা দিলেন ‘লর্ড’ শার্দূল ঠাকুর। ২৫৩ রানে চার উইকেট চলে গেল ইংল্যান্ডের। এরপর থেকেই খেলা জমে উঠল।

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস শুরু থেকেই জাদেজার বলে অস্বস্তি বোধ করছিলেন। না দেখেই একের পর এক রিভার্স সুইপ করে যাচ্ছিলেন। ওই করতে গিয়েই ৩৩ রানে আউট হলেন। কিন্তু জেমি স্মিথ আর রুট সামলে নিলেন। ভারতের শেষ তুরুপের তাস ছিল নতুন বল। কিন্তু ততক্ষণে ইংল্যান্ডের বাকি মাত্র ২২ রান। সেটুকু দায়িত্ব নিয়ে করে দিল রুট-স্মিথ জুটি। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ এগিয়ে গেল।

দেখুন অন্য খবর:

Read More

Latest News