Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeহার্দিকের সঙ্গে সত্যি প্রেম করছেন এষা? মুখ খুললেন অভিনেত্রী

হার্দিকের সঙ্গে সত্যি প্রেম করছেন এষা? মুখ খুললেন অভিনেত্রী

কলকাতা: ক্রিকেট-বলিউডের যোগ বহুদিনের। বলিপাড়ায় অনেক নায়িকার সঙ্গে ক্রিকেটারা ঘর বেঁধেছেন। অনেক কিক্রেটারের প্রেমে হাবুডুবু খেয়েছেন অভিনেত্রীরা। এবার বি-টাউনে দীর্ঘদিনের গুঞ্জন নাকি প্রেমের জোয়ারে ভাসছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও এশা গুপ্তা (Esha Gupta) । তা নিয়ে ফিসফিসানির শেষ নেই। যদিও গুঞ্জন নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউ। এবার মুখ খুললেন অভিনেত্রী এষা।

অভিনেত্রী এশা গুপ্তা অবশেষে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর ‘প্রেম-চর্চায়’ খুললেন মুখ। তিনি স্বীকার করে নিলেন যে একটা সময় এমন এসেছিল, যখন তাঁরা একে-অপরের সঙ্গে কথা বলতেন। সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এলে এশা গুপ্তা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন। আর তখনই হার্দিকের সঙ্গে লিঙ্কআপের গুঞ্জনে প্রতিক্রিয়া দিয়ে জানান, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমরা কথা বলছিলাম। আমি মনে করি না আমরা ডেটিং করছিলাম। প্রেম হতেও পারে, আবার না – এরকম একটা অবস্থায় ছিলাম। তবে ডেটিংয়ের পর্যায়ে পৌঁছনোর আগেই সব শেষ।”তাহলে কি একবারও একান্তে সাক্ষাৎ হয়নি দু’জনের? এষার দাবি, “দু’মাসে হয়তো দু-একবার সাক্ষাৎ হয়েছে। তারপর আর বিশেষ এগোয়নি।”

আরও পড়ুন: কমেডি শো-এর নয়া সিজনে কপিলের মোট আয় কত?

অন্য খবর দেখুন

Read More

Latest News